Barun Kumar Pal

Pandit Barun Kumar Pal: মস্তিষ্কে রক্তক্ষরণ, ‘হংস বীণা’র পথিকৃৎ পণ্ডিত বরুণকুমার পাল গুরুতর অসুস্থ

হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ শিল্পীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:২২
গুরুতর অসুস্থ ‘হংসবীণার পথিকৃৎ’।

গুরুতর অসুস্থ ‘হংসবীণার পথিকৃৎ’।

মস্তিষ্কে রক্তক্ষরণ। তার থেকেই অবস্থার ক্রমাবনতি। এই মুহূর্তে সংকটজনক অবস্থায় কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি পণ্ডিত রবিশঙ্করের সুযোগ্য ছাত্র পণ্ডিত বরুণকুমার পাল। সঙ্গীতমহল তাঁকে জেনে ‘হংসবীণার পথিকৃৎ’ হিসাবে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন তাঁর পরিবার। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ শিল্পীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অবস্থা গুরুতর। ১৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। বয়স ৭৬ বছর।

প্রয়াত কিংবদন্তি সেতারবাদক রবিশঙ্কর তাঁর ৮০ তম জন্মদিনে সুযোগ্য ছাত্রকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম বাদ্যযন্ত্র ‘স্লাইড গিটার’ বা ‘হংস বীণা’র অন্যতম পথিকৃৎ-এর সম্মানে ভূষিত করেছিলেন। দিল্লির রবিশঙ্কর ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের সঙ্গেও যুক্ত ছিলেন বরুণ। মাইহার ঘরানায় তালিম পেয়েছেন। শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর সমসাময়িক বহু বিশিষ্ট শিল্পী।

Advertisement

দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বাজনা মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের। ব্রিটেনের বিখ্যাত সঙ্গীত উৎসবেও অংশ নিয়েছিলেন তিনি। এ ছাড়া, আকাশবাণীর মহালয়ার প্রভাতী অনুষ্ঠান বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দ্দিনী’তে শোনা যায় তাঁর বাজনা।

আরও পড়ুন
Advertisement