trp

TRP Rating: ‘জন্মাষ্টমী’র দিন ‘মিঠাই’-এর গোপালের দারুণ চমক! রেটিং চার্টে বড় পরিবর্তন

ফল বেরোল এই সপ্তাহের। বড় বদল ঘটল রেটিং চার্টে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৪:০১
এ যাত্রায় মোদক পরিবারের বোমকাণ্ড নিয়ে গেল সেরার তকমা।

এ যাত্রায় মোদক পরিবারের বোমকাণ্ড নিয়ে গেল সেরার তকমা।

মাসের দ্বিতীয় রবিবার ছুটি আর সোমবার স্বাধীনতা দিবস থাকায় এই সপ্তাহের টিআরপি রেটিং এল অনেকটাই দেরিতে। এই সপ্তাহের টিআরপি তালিকা কী বলছে? দর্শকের বিচারে কে পেল সেরার তকমা আর কাদেরই বা ভরাডুবি?

এ যাত্রায় মোদক পরিবারের বোমকাণ্ড নিয়ে গেল সেরার তকমা। জন্মাষ্টমীর দিন ‘মিঠাই’-এর গোপাল সত্যিই বাঁচিয়ে দিয়েছে তাঁকে। তাঁদের প্রাপ্ত নম্বর ৮.৩। যদিও আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তাদের নম্বর অনেকটাই কমেছে। তবে অন্য দিকে সমুদ্রের ধারে খড়ি-ঋদ্ধির হানিমুনের জেরে এগিয়ে এসেছে ‘গাঁটছড়া’। ৮.১ পেয়ে এবারে দ্বিতীয় স্থানে টিম ‘গাঁটছড়া’।

Advertisement

আর তৃতীয় ‘গৌরী এল’। আগের সপ্তাহের থেকে বেশ কিছুটা নম্বর বেড়েছে তাদের। এই সপ্তাহে টিম গৌরী পেয়েছে ৮.০।

অন্য দিকে প্রায় বন্ধ হওয়ার মুখে দুই চ্যানেলের দুই ধারাবাহিক। ‘উমা’ এবং ‘মন ফাগুন’। কিন্তু তার পরও প্রথম দশে জায়গা করে নিয়েছে দুই ধারাবাহিক। ‘উমা’র প্রাপ্ত নম্বর ৬.৫। আর ‘মন ফাগুন’ পেয়েছে ৬.৪। কিন্তু পিছিয়ে পড়েছে লালন-ফুলঝুরি। পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়েও দর্শককে তুষ্ট করতে পারল না। ষষ্ঠ স্থানে নেমে এসেছে ‘ধুলোকণা’।

আর এই সপ্তাহে কোন ধারাবাহিক থাকল কত নম্বরে? সবিস্তার জানতে চোখ রাখুন রেটিং চার্টে—

এই সপ্তাহের টিআরপি তালিকা কী বলছে?

এই সপ্তাহের টিআরপি তালিকা কী বলছে? গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement