Ankush Hazra

Ankush-Oindrila: লক্ষ্মীপুজোয় ‘লাভ ম্যারেজ’ অঙ্কুশের! উপস্থিত থাকছেন রঞ্জিত মল্লিক  

বিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার হচ্ছে, তবে এ বারেও সেটি পর্দায়!

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ২০:৫৩
বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা?

বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা?

বিয়ের সানাই অনেক দিন ধরেই বাজব বাজব করছিল। মঙ্গলবার, লক্ষ্মীপুজোর দিনে শুভ খবর এল। অঙ্কুশ নিজেই জানিয়েছেন, অবশেষে এ বার হচ্ছে বিয়ে! ভালবেসেই বিয়ে করছেন ঐন্দ্রিলা সেনকে। আসরে রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্যও থাকবেন। আয়োজনে সুরিন্দর ফিল্মস।

বিয়ের কথা জানাতেই বেজায় খুশি অভিনেতার অনুরাগীরা। বহু জন আন্তরিক শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন অঙ্কুশকে। ঘোষণার পাশাপাশি একটি ছোট্ট ভিডিয়োও ইনস্টাগ্রামে দিয়েছেন অভিনেতা। সেখানেই বিয়ের যাবতীয় খুঁটিনাটি। কী রকম? বিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার হচ্ছে। তবে এ বারেও সেটি পর্দায়! প্রেমেন্দু বিকাশ চাকীর ছবি ‘লাভ ম্যারেজ’-এ দেখা যাবে তাঁদের। ছবির কাজ শুরু মঙ্গলবার থেকে। পেশা থেকে ব্যক্তিগত জীবন, বরাবরই সব কিছু মজার মোড়কে পরিবেশন করতে ভালবাসেন অভিনেতা। এ বারেও সেই পথেই হেঁটে নতুন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছেন।

Advertisement

ছবিতে এই দুই অভিনেতা ছাড়াও আছেন রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য। বড় পর্দায় প্রথম অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে এনেছিলেন পরিচালক রাজা চন্দ। তাঁর ‘ম্যাজিক’ ছবিতে সত্যিই জাদু দেখিয়েছিল বাস্তব জুটির রসায়ন। সেই রসায়নই কি নতুন ছবিতে আরও গাঢ় হতে চলেছে? অঙ্কুশ শ্যুটে ব্যস্ত। বদলে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন অভিনেতার সহকারী রাজা মণ্ডল। তাঁর কথায়, প্রযোজনা সংস্থার কড়া নিষেধ। এখন কিছুই বলা যাবে না। তবে প্রথম দিনের কাজ সম্পর্কে অল্প আভাস তিনি দিয়েছেন। জানিয়েছেন, যাদবপুর-পাটুলি সংলগ্ন অঞ্চলের একটি বাড়িতে শুরু হয়েছে ছবির কাজ। প্রথম দিনে মুখোমুখি অঙ্কুশ আর রঞ্জিত। আপাতত বাড়ির ভিতরের দৃশ্য ক্যামেরাবন্দি হবে। ফলে, অঙ্কুশের গায়ে বাড়ির পোশাক। কবে ঐন্দ্রিলা, অপরাজিতা যোগ দেবেন? এর বেশি আপাতত কিছু জানাতে নারাজ ‘রাজা’।

Advertisement
আরও পড়ুন