nusrat jahan

Ishq with Nusrat: ‘ইশক উইথ নুসরত’! এ বার রেডিয়োয় সঞ্চালকের ভূমিকায় ঈশান-জননী

নুসরত যে ভাবে মাতৃত্ব সামলেছেন, তার জন্য তিনি এখন টলিপাড়ার সবচেয়ে বেশি চর্চিত সেলেব। নুসরতের আইডল কি তবে করিনা?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ০৭:২১
নুসরত

নুসরত

ঈশান জন্মানোর পরে সাকুল্যে কয়েক দিন মাত্র বিশ্রামে ছিলেন। তার পরেই ফোটোশুট, অনুষ্ঠানে যাওয়া, ছবির শুট এবং নতুন ধরনের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। বেসরকারি একটি এফএম চ্যানেলের জন্য নতুন শো ‘ইশক উইথ নুসরত’ সঞ্চালনা করবেন অভিনেত্রী। আগামী ১৫ নভেম্বর থেকে ওই চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাবে সেই শো। নুসরতের ইনস্টা-স্টোরিতে রয়েছে শোয়ের ঝলক। সেখানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রকে। শোয়ের জন্য সদ্য শুট করলেন তনুশ্রী চক্রবর্তীও।

একই চ্যানেলের জন্য হিন্দিতে শো করেছিলেন করিনা কপূর খান। কেরিয়ার থেকে মাতৃত্ব, আধুনিক নারীর প্রেম থেকে বিবাহ পরবর্তী সমস্যা... করিনার শোয়ে উঠে আসত নানা প্রসঙ্গ। নুসরত কোন কোন বিষয় দর্শককে উপহার দেন, নজর থাকবে সে দিকে। নুসরত যে ভাবে মাতৃত্ব সামলেছেন, তার জন্য তিনি এখন টলিপাড়ার সবচেয়ে বেশি চর্চিত সেলেব। নুসরতের আইডল কি তবে করিনা?

Advertisement
Advertisement
আরও পড়ুন