Yash

Yash-Nusrat: একসঙ্গে সিনেমা দেখতে যশ-নুসরত, পোস্ট করলেন ছবিও

যশ-নুসরতের ভালবাসা প্রকাশ্যে। ছবি দেখতে গিয়ে নিজেরাই ছবির বিষয় হয়ে গেলেন!

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২২:৪২
নুসরতে পোস্ট করা ছবি।

নুসরতে পোস্ট করা ছবি। ছবি ইনস্টাগ্রাম।

হাতে ক্যারামেল পপকর্ন। গালে ভালবাসার ছোঁয়া! বহু দিন পর এ ভাবেই একসঙ্গে যশ দশগুপ্ত, নুসরত জাহান। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, ‘এ ভাবেও প্রেমে পড়া যায়!’

নায়িকা অনায়াস কালো হাতাকাটা টপ, জিন্সে। চোখ ঢেকেছে মানানসই কালো চশমায়। তাঁর বাস্তবের নায়কের পরনে আসমানি নীল-সাদা টি শার্ট। এই সাজেই যুগলে প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়েছিলেন। সেই ছবি পোস্টও করেছেন।

Advertisement

নেটমাধ্যমে একে অন্যকে অনুসরণ করেন প্রায়ই। কিন্তু শেষ কবে প্রকাশ্যে এমন ভালবাসা উজাড় করেছেন? মনে নেই কারও। ‘মি টাইম’ কাটিয়ে দু’জনেই যে খুশি, তার রেশ স্পষ্ট তাঁদের চোখেমুখেই। দম্পতির এই রসায়নই কি দেখা যাবে শিলাদিত্য মৌলিকের আগামী ছবি ‘মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি’-তে? সময় সেই উত্তর দেবে।

Advertisement
আরও পড়ুন