nusrat jahan

Nusrat Jahan-Srabanti Chatterjee: ঝুরো বরফে গুঁড়ো সুখ মাখছেন শ্রাবন্তী-নুসরত, পাহাড়ি ছুটিতে মাতোয়ারা দুই কন্যে

কাজকে আপাতত ছুটি। সব বিতর্ক, সমালোচনা দূরে রেখে হাসছেন দু’জনে। প্রাণ খুলে বাঁচছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৯:৪৯
পাহাড়ের দেশে হারিয়ে গিয়েছেন শ্রাবন্তী এবং নুসরত।

পাহাড়ের দেশে হারিয়ে গিয়েছেন শ্রাবন্তী এবং নুসরত।

কলকাতায় শীত এখনও খানিক দূরে। তবু শীত ছুঁয়ে ফেলেছে দুই টলি-কন্যেকে। বরফের দেশে তার আমেজ মাখছেন দুই নায়িকা। নুসরত জাহান এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

কাজকে আপাতত ছুটি। সব বিতর্ক, সমালোচনা দূরে রেখে হাসছেন দু’জনে। প্রাণ খুলে বাঁচছেন। ব্যস্ততা ভুলে পেঁজা তুলোর মতো বরফ হাতে খেলায় মেতেছেন দুই নায়িকা। একই দিনে, প্রায় একই সময়ে। উচ্ছ্বাসের সেই মুহূর্ত লেন্সবন্দি হয়ে ইনস্টাগ্রামে। দু’জনের ছবিতে মিলও বিস্তর। নিজের ছবি দিয়ে নুসরত লিখেছেন, ‘শুধুই হাসছি’। শ্রাবন্তী বার্তা— ‘একটা সময়ের পর শুধু বেঁচে থাকাটাকেও একটা কাজের মতো মনে হয়। তাই ছুটির দরকার।’

Advertisement

দিন কয়েক আগেই যশের সঙ্গে কাশ্মীরে উড়ে গিয়েছেন নুসরত। মনের মানুষের সঙ্গে মনের মতো সময় কাটাচ্ছেন নতুন মা। কিন্তু পাহাড়ের দেশে শ্রাবন্তীর সঙ্গী কে? ছবি দেখে তা বোঝার জো নেই!

Advertisement
আরও পড়ুন