Salman Khan

সলমনকে ভয় দেখিয়ে টাকা হাতানোর চেষ্টা! নয়ডা থেকে স্থানীয় ট্যাটুশিল্পীকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

২০ বছর বয়সি ট্যাটুশিল্পীর নাম গুরফান খান। গত শুক্রবার বাবা সিদ্দিকির ছেলে জ়িশান সিদ্দিকিকেও হুমকি দেন ধৃত। গুরফান জানিয়েছেন, নতুন হুমকি বার্তা পাঠিয়ে তিনি অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৭:১২
Noida Tattoo artist arrested as he planned a conspiracy against Salman Khan

(বাঁ দিকে) সলমন খান। গুরফান খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

লরেন্স বিশ্নোইয়ের নিশানায় সলমন খান। কৃষ্ণসার শিকারের প্রতিশোধ নিতে ভাইজানকে একের পর হুমকি দিয়ে চলেছে বিশ্নোই গ্যাং। আতঙ্কের প্রহর কাটাচ্ছে সলমনের পরিবার। এর মধ্যেই নয়ডার এক ট্যাটুশিল্পী সলমনকে হুমকি বার্তা পাঠালেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

Advertisement

২০ বছর বয়সি ট্যাটু শিল্পীর নাম গুরফান খান। গত শুক্রবার বাবা সিদ্দিকির ছেলে জ়িশান সিদ্দিকিকেও হুমকি দেন ধৃত। তার পরেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। হুমকি বার্তায় বলা হয়, সলমন ও জ়িশানের মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া। তাঁদের হত্যা করার জন্য বড় ষড়যন্ত্র করা হচ্ছে। এ-ও বলা হয়, এই হুমকি বার্তা যিনি পাঠিয়েছেন, তিনি ষড়যন্ত্রের সবটাই জানেন।

ফোন নম্বর ট্র্যাক করা শুরু করে মুম্বই পুলিশ। অবশেষে গুরফানের খোঁজ পাওয়া যায়। নয়ডা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। গুরফান জানিয়েছেন, নতুন হুমকি বার্তা পাঠিয়ে তিনি অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। অর্থের বিনিময়ে খুনের ষড়যন্ত্র নিয়ে তথ্য দেওয়ার পরিকল্পনা ছিল ট্যাটুশিল্পীর।

এই হুমকি বার্তায় সলমন ও জ়িশান বেশ আতঙ্কিত হবেন বলেও আশা করেছিলেন গুরফান। ভেবেছিলেন, কেউ এক জন হয়তো ভয় পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। কিন্তু গুরফানের সেই আশায় জল ঢেলেছে মুম্বই পুলিশ।

গত ১২ অক্টোবর জ়িশানের অফিসের সামনেই হত্যা করা হয় প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকিকে। এই খুনের দায় স্বীকার করেন লরেন্স বিশ্নোই। তার পরেই বাড়ানো হয় সলমনের নিরাপত্তা। নিরাপত্তার খাতিরে নতুন বুলেটপ্রুফ গাড়ি পর্যন্ত কেনেন তিনি।

Advertisement
আরও পড়ুন