Priyanka Chopra birthday

প্রিয়ঙ্কার জন্মদিনে নিকের পোস্ট, স্ত্রীকে শুভেচ্ছা জানাতে কী লিখলেন গায়ক?

বৃহস্পতিবার প্রিয়ঙ্কা চোপড়ার জন্মদিন। বিশেষ দিনে স্ত্রীকে শুভেচ্ছা জানালেন স্বামী নিক জোনাস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১২:১৮
Nick Jonas penned a birthday wish for wife Priyanka Chopra Jonas

প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। — ফাইল চিত্র।

স্ত্রীর জন্মদিনে আবেগপূর্ণ পোস্ট করলেন নিক জোনাস। বৃহস্পতিবার প্রিয়ঙ্কা চোপড়ার ৪২তম জন্মদিন। বিশেষ দিনে অভিনেত্রীকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানালেন নিক।

Advertisement

প্রিয়ঙ্কাকে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন নিক। প্রথম ছবিতে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা মোনোকিনিতে সুইমিং পুলের ধারে বসে রয়েছেন। দ্বিতীয় ছবিতে সমুদ্রসৈকতে দম্পতিকে চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে প্রিয়ঙ্কা একা। চতুর্থ ছবিতে সমুদ্রের ধারে প্রিয়ঙ্কার হাত ধরে রয়েছেন নিক। ছবিটি পিছন থেকে তোলা হয়েছে।

ছবি পোস্ট করে নিক লেখেন, ‘‘আমি ভাগ্যবান বলে তোমার মতো নারীকে পেয়েছি। শুভ জন্মদিন।’’ নিকের পোস্টের নীচে অনুরাগীরাও প্রিয়ঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কারও মতে, নিক-প্রিয়ঙ্কা আদর্শ দাম্পত্যের দৃষ্টান্ত। আবার কেউ ওই পোস্টে প্রিয়ঙ্কার জন্মদিনের পরিকল্পনা জানতে চেয়েছেন।

২০১৭ সালে মেটগালায় নিক-প্রিয়ঙ্কার প্রথম আলাপ। ২০১৮ সালে যোধপুরের উমেদ ভবনে তাঁরা বিয়ে করেন। ২০২২ সালে জানুয়ারি মাসে দম্পতি তাঁদের কন্যাসন্তান মালতী মেরি জোনাসের কথা প্রকাশ্যে আনেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা।

Advertisement
আরও পড়ুন