Celeb Life

বিজ্ঞাপনে কোটি কোটি টাকা নেন! মিথ্যে অভিযোগকারী অশনীরকে বাগে পেয়েই একহাত নিলেন সলমন!

অশনীর গ্রোভার সলমনের উপার্জন নিয়ে মনগড়া ব্যাখ্যা দিয়েছিলেন। ‘বিগ বস ১৮’-এর ‘উইকেন্ড কা বার’-এ তাঁকে বাগে পেয়ে ধুয়ে দিলেন ‘ভাইজান’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৪:৩৯
সলমন খানের তোপে অশনীর খান।

সলমন খানের তোপে অশনীর খান। ছবি: ইনস্টাগ্রাম।

বিরক্ত সলমন খান। বিরক্তি ঝরেছে তাঁর চোখেমুখে, প্রকাশ পেয়েছে তাঁর কথাতেও। সেই ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে! অশনীর গ্রোভারকে হাতের কাছে পেয়ে তুলোধোনা করেছেন ‘ভাইজান’। অশনীরের তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। একটি একটি করে তাঁর কীর্তি ফাঁস করছেন অভিনেতা। অপ্রস্তুত অশনীর নীচু গলায় কোনও মতে উত্তর দিচ্ছেন। অবস্থা দেখে সমাজমাধ্যমে উচ্ছ্বাস নেটাগরিকদের। তাঁদের দাবি, “ভাইজানের সামনে কথা বন্ধ হয়ে গিয়েছে!”

Advertisement

একটি জাতীয় সংস্থার কর্ণধার এবং ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-য় অংশগ্রহণকারী অশনীর ‘বিগ বস ১৮’-এর ‘উইকেন্ড কা বার’-এ যোগ দিয়েছেন। সেখানে সলমনের রাজত্ব। অংশগ্রহণকারীদের রীতিমতো ফাঁপরে ফেলে দেন সলমন। অনীশের ক্ষেত্রে সেই মাত্রা আরও বেশি। কারণ, তিনি ২০১৯-এ দাবি করেছিলেন, খান নাকি বিজ্ঞাপন পিছু ৭.৫ কোটি টাকা নেন! সেই সময় অশনীর তাঁর সংস্থার মুখ। সেই কথা তুলে ভারী গলায় সলমনের বক্তব্য, “আমাকে নিয়ে অনেক কথা বলেছেন, শুনেছি। আপনি আমাকে বিজ্ঞাপনের জন্য নিয়েছিলেন, জানিয়েছিলেন। আমার পারিশ্রমিকের অঙ্কও বদলে দিয়েছিলেন! কেন এক মুখে দুই কথা বলেছিলেন?”

সলমনের ডেরায় পা রাখার পর এমনিতেই সবাই সমঝে চলেন। অশনীর তো সলমনের মুখোমুখি। সঙ্গে সঙ্গে তাঁর কথার জবাব দেন নীচু স্বরে, নম্র্র ভাবে। কিন্তু ভবি কি এত সহজে ভোলে? সলমন নিজের মেজাজ ধরে রেখেই বলেন, “আপনার এখনকার আচরণ আর তখনকার আচরণে আকাশপাতাল ফারাক! এখন যে ভাবে কথা বলছেন তখন কিন্তু এ ভাবে বলেননি।” অশনীর জানান, পডকাস্টে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।

সলমন-অশনীরের এই কথোপকথন প্রকাশ্যে আসতেই দারুণ খুশি তাঁর অনুরাগীরা। মন্তব্য বাক্সে কারও দাবি, “ঠিক হয়েছে, আসল চেহারা দেখিয়ে দিয়েছেন ভাইজান।” কারও কটাক্ষ, “কী! ভাইজানের সামনে দাঁড়িয়ে কথা বন্ধ হয়ে গেল?” জনৈকের দাবি, “এ ভাবেই আরও নম্র, আরও বিনীত হওয়ার শিক্ষাই দিলেন সলমন।”

Advertisement
আরও পড়ুন