Neetu kapoor

Neetu Kapoor: বিয়ের পর সব কিছু বদলে গিয়েছিল, ‘নতুন জীবন’ শুরুর আগে বললেন নীতু

৪৫ বছরের পুরনো সম্পর্ক কি এত সহজে ভোলা যায়? সে সব কথা আজও ঘোরাফেরা করে নীতু কপূরের মনে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৬:৪৩

ফাইল চিত্র।

প্রায় ন’বছর পর ‘নতুন জীবন’ শুরু করছেন। তবে ৪৫ বছরের পুরনো সম্পর্ক কি এত সহজে ভোলা যায়? সে সব কথা আজও ঘোরাফেরা করে নীতু কপূরের মনে। তাই তো নতুন সফরের শুরুতে মনে পড়ছে ঋষি কপূরের কথা। তাঁদের বিয়ের কথা। জানিয়েছেন, ঋষির সঙ্গে বিয়ের পর তাঁর জীবন বদলে গিয়েছিল।

আর ক’দিন পরেই ‘নতুন জীবন’ শুরু করছেন নীতু। না! যা ভাবছেন, তা নয়! নীতুর শুরুটা হচ্ছে বড়পর্দায়। তা-ও আবার ন’বছরের বিরতির পর। রাজ মেহতার ছবি ‘যুগ যুগ জিও’-তে। অনিল কপূর, বরুণ ধবন, কিয়ারা আডবানীও রয়েছেন নীতুর সফরসঙ্গী হিসেবে। ২৪ জুন মুক্তির আগে দেখা গিয়েছে ছবির ঝলক। তা এমন দিনে পুরনো কথা তো মনে পড়বেই!

Advertisement

মঙ্গলবার নিজেদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নীতু। পুরনো গন্ধমাখা সে ছবিতে লাল শাড়ি আর সোনালি জরির দোপাট্টায় নীতু। পাশে স্মিত হাসিতে ঋষি। ঘিয়ে রঙের বন্ধগলার সঙ্গে মানানসই সোনালি পাগড়িতে রাজকীয় তিনি। এ ছবির সঙ্গে নীতু লিখেছেন, ‘বিয়ের পর আমার কাছে সব কিছু বদলে গিয়েছিল! এ বার নতুন সফর শুরু করছি... আপনার আশীর্বাদ নিয়ে। ঋষিজি হৃদয়ে থাকেন, সব সময়!’

Advertisement
আরও পড়ুন