Ranbir Kapoor

Ranbir-Alia: রণবীর-আলিয়ার বিয়ের সঠিক দিন প্রকাশিত, জানিয়ে দিলেন মা নীতু কপূর

এ ক’দিন যাবৎ বিয়ের দিন নিয়ে নানা সংশয় এবং দ্বিধা তৈরি হয়েছিল অনুরাগী মহলে। সেই সমস্ত সংশয়ের অবসান ঘটিয়ে বিয়ের দিন জানিয়ে দিলেন নীতু।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ২২:০২
প্রকাশিত রণবীর-আলিয়ার বিয়ের দিন

প্রকাশিত রণবীর-আলিয়ার বিয়ের দিন

অবশেষে জানা গেল বহু প্রতীক্ষিত বিয়ের সেই দিন। পাত্রের মা নীতু কপূর জানিয়ে দিলেন, তাঁর ছেলে রণবীরের বিয়ে ১৪ এপ্রিল বৃহস্পতিবার। এ ক’দিন যাবৎ বিয়ের দিন নিয়ে নানা সংশয় এবং দ্বিধা তৈরি হয়েছিল অনুরাগী এবং ভক্ত মহলে। সেই সমস্ত সংশয়ের অবসান ঘটিয়ে নীতু কপূর মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানালেন, বিয়ের পাগড়ি পরা উৎসব শুরু হবে সকাল ১১টায়। মহরৎ এবং ‘ফেরে’ নেওয়া হবে দুপুর ২টো থেকে ৩টের মধ্যে। হাসি মুখে নীতু বলেছেন, ‘‘আলিয়া বেস্ট বউ।’’ আর পাশে দাঁড়িয়ে থাকা রিদ্ধিমা কপূর সহানি জানিয়েছেন, আলিয়ার মতো ‘মিষ্টি মেয়ে’ আর কেউ নেই। আর কয়েক ঘণ্টার অপেক্ষা, বিয়ে বাড়িতে এসে গিয়েছেন করিনা এবং করিশ্মা। হাতে মেহেন্দি করেছেন পাত্রীর বাবাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement