Natasa Stancovic

হার্দিকের সঙ্গে বিচ্ছেদ, ২০২৪ শিখিয়েছে অনেক কিছু! নতুন বছরের থেকে কী চাইলেন নাতাশা?

সমাজমাধ্যমে ছেলে অগস্ত্যের সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নাতাশা। সেখানেই নিজের অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৯:১৯
Image of Hardik Pandya and Natasa Stancovic

দাম্পত্য অতীত, ২০২৫ থেকে কী চান নাতাশা? ছবি: সংগৃহীত।

২০২৪-এ ভেঙেছে দাম্পত্য। চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে পেরিয়েছে বছরটা। মন ভাঙলেও ঘুরে দাঁড়াতে হয়েছে। ফের কাজও শুরু করেছেন। তবে ২০২৪ পছন্দের বছর বলেও উল্লেখ করেছেন তিনি। কিন্তু নতুন বছর ২০২৫ নিয়ে আরও অনেক বেশি আশা নাতাশা স্তানকোভিচের। তাঁর অনুমান, এই নতুন বছরটা আরও ভাল কাটবে।

Advertisement

সমাজমাধ্যমে ছেলে অগস্ত্যের সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নাতাশা। সেখানেই নিজের অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ২০২৪ নাকি অনেক কিছু শিখিয়েছে সার্বিয়ার মডেলকে। নাতাশা লিখেছেন, “২০২৪, তোমাকে খুব ভাল লেগেছে আমার। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, যার জন্য আমি কৃতজ্ঞ থাকব। প্রার্থনা করি, ২০২৫ যেন শান্তি, আনন্দ ও ভালবাসা নিয়ে আসে জীবনে।”

২০২০ সালে হার্দিক পাণ্ড্যকে বিয়ে করেছিলেন নাতাশা। তাঁদের কোলে আসে প্রথম সন্তান অগস্ত্য। ২০২৩ সালে ফের হিন্দু ও খ্রিস্ট মতে বিয়ে সেরেছিলেন তাঁরা। কিন্তু ২০২৪-এ সেই দাম্পত্যে চিড় ধরে। জুলাইতেই বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা। তার পরেই একাধিক কটাক্ষ ধেয়ে এসেছিল নাতাশার দিকে।

কিছু দিনের জন্য ছেলেকে নিয়ে সার্বিয়ায় চলে গিয়েছিলেন তিনি। তার পরে হাতে কাজ নিয়ে ভারতে ফেরেন। একটি মিউজ়িক ভিডিয়োর কাজও সেরেছিলেন তিনি। তবে এর মধ্যেই একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন মডেল। একটি পোস্টে তিনি লিখেছিলেন, “ভালবাসা ধৈর্যশীল। ভালবাসা দয়ালু। তার মধ্যে কোনও হিংসা নেই, জাহির করার প্রবণতাও নেই। ভালবাসা কাউকে পরিত্যাগ করে না। ভালবাসা রক্ষা করে, বিশ্বাস করতে শেখায়, আশা জাগায়, সব সময় আগলে রাখে। ভালবাসা কখনও হারে না।”

Advertisement
আরও পড়ুন