Saif Ali Khan Attacked

সইফকে কোপানোর পর ক্যামেরার দিকে তাকাতে তাকাতে পালাচ্ছেন যুবক! ভিডিয়ো প্রকাশ্যে

বুধবার গভীর রাতে বলিউড অভিনেতা সইফের উপরে হামলা হয়। অভিযুক্ত তাঁকে ছুরি দিয়ে একাধিক বার কোপ মারেন। সিসিটিভি ফুটেজে হামলাকারীকে দেখা গিয়েছে। পুলিশ তা প্রকাশ করেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৯
বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার পর সিঁড়ি দিয়ে নামছেন অভিযুক্ত।

বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার পর সিঁড়ি দিয়ে নামছেন অভিযুক্ত। ছবি: ভিডিয়ো থেকে।

সইফ আলি খানের উপর হামলা করেছিলেন যে যুবক, তাঁর ছবি প্রকাশ করল মুম্বই পুলিশ। ঘটনার পর কী ভাবে যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো ফুটেজও। সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিয়ো প্রকাশ করেছে। এখনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। তাঁকে খুঁজছে পুলিশ। মুম্বইয়ের ‘সৎগুরু শরণ’-এর সাত তলার সিসি ক্যামেরায় তাঁকে দেখা গিয়েছে। এখনও তাঁর পরিচয় জানা যায়নি।

Advertisement
সইফ আলি খানের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামছেন হামলাকারী।

সইফ আলি খানের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামছেন হামলাকারী। ছবি: ভিডিয়ো থেকে।

ভিডিয়োটিতে অভিযুক্ত যুবকের মুখ দেখা গিয়েছে। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসিটিভির দিকে তাকাচ্ছিলেন। তাঁর পিঠে ছিল ব্যাগ (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। এই ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। ইতিমধ্যে সাত সদস্যের দলও গঠন করা হয়েছে।

বুধবার গভীর রাতে বলিউড অভিনেতা সইফের উপরে হামলা হয়। অভিযুক্ত তাঁকে ছুরি দিয়ে একাধিক বার কোপ মারেন। সূত্রের খবর, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন তিনি। সইফ তাঁকে বাধা দিতে গেলে তাঁর উপর হামলা হয়। সইফের শরীরে ছ’বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ভোরে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, সইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আপাতত বিপন্মুক্ত অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

সইফের উপর হামলার ঘটনায় তাঁর বাড়ির এক পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগে থেকেই হামলাকারী ওই বাড়িতে ঢুকে বসেছিলেন বলে মনে করা হচ্ছে। ছিলেন সইফের কনিষ্ঠ পুত্রের ঘরে। তাঁর বাড়ির এক পরিচারিকার উপরেও হামলা হয়।

Advertisement
আরও পড়ুন