সইফ-কাণ্ডে জামিন পাবেন অভিযুক্ত? ছবি: সংগৃহীত।
জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সইফ আলি খানের উপর হামলায় অভিযুক্ত বাংলাদেশি শরিফুল ইসলাম। শুক্রবার মুম্বই পুলিশ সেই আবেদনের বিরোধিতা করেছে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলা চালানো হয়েছিল ওই অস্ত্র দিয়েই। ফলে এই মুহূর্তে শরিফুলের জামিনের বিরোধিতা করছে তারা।
শরিফুল ইসলাম শেহজ়াদ ধরা পড়েছিলেন মহারাষ্ট্রের ঠাণে এলাকার এক শ্রমিক বস্তি থেকে। তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগ, তিনি গভীর রাতে বান্দ্রার এলাকার অভিজাত আবাসনে ঢুকে চুরির চেষ্টা চালিয়েছেন। বাধা পেয়ে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন খোদ বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর। দ্বিতীয় অভিযোগ আরও গুরুতর— অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাস করছিলেন তিনি। সইফ আলি খানের উপর হামলার ঘটনায় গত দু’মাসের বেশি সংশোধনাগারে রয়েছেন শরিফুল। কিন্তু এর পরও তিনি জামিনে মুক্ত হলে সাক্ষী এবং আক্রান্ত পরিবারের উপর প্রভাব বিস্তার করে মামলার ক্ষতি করতে পারেন বলে দাবি পুলিশের।
আদালতে শুক্রবার পুলিশ জানিয়েছে, হামলার পর অভিনেতার মেরুদণ্ডের কাছে আটকে থাকা ছুরির টুকরো এবং ঘটনাস্থলে পাওয়া অস্ত্রের একটি অংশ শরিফুলের থেকে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে মিলে গিয়েছে। তিনটি টুকরো অভিনেতার উপর হামলার জন্য ব্যবহৃত একই অস্ত্রের অংশ, ফরেনসিক তদন্তে এমনটাই উঠে এসেছে।
অন্য দিকে, অভিযুক্তের আইনজীবী ধৃত বাংলাদেশির জামিন চেয়ে আদালতকে জানান, মামলার তদন্ত প্রায় শেষ। শুধু চার্জশিট দাখিল করা বাকি। অভিযুক্ত শুরু থেকে শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা করেছেন। তাঁকে পুলিশি হেফাজতে রেখে বাড়তি কোনও তথ্য পাওয়ার সম্ভাবনা নেই। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মামলার পরবর্তী শুনানি ৯ এপ্রিল ধার্য করেছে।