Pushpa 2 update

কারও দম বন্ধ, কেউ করছেন বমি! ‘পুষ্পা ২’-এর প্রদর্শনে রহস্যজনক স্প্রে, তদন্তে মুম্বই পুলিশ

বৃহস্পতিবার মুক্তি পেয়েছ ‘পুষ্পা ২’। ছবিটি প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৫:২৮
Mumbai fans vomit fall sick after man sprays mysterious substance at Bandra’s Gaiety Galaxy during Pushpa 2 screening

‘পুষ্পা ২’-এর প্রদর্শনে অসুস্থ দর্শকের একাংশ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। কিন্তু শুরু থেকেই এই ছবিকে ঘিরে একের পর এক বিপত্তি। বুধবার হায়দরাবাদে ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। গুরুতর আহত হয় তাঁর ৯ বছরের পুত্র। এই ঘটনায় ছবির অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের গেইটি গ্যালাক্সিতে এই ছবি ঘিরে দর্শকের মধ্যে আতঙ্ক ছড়াল।

Advertisement

বৃহস্পতিবার রাতে ‘পুষ্পা ২’ দেখতে গেইটিতে ভিড় করেন দর্শক। অভিযোগ, ছবির মধ্যান্তরে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রেক্ষাগৃহের মধ্যে হঠাৎই রহস্যময় কোনও বস্তু স্প্রে করেন। তার ফলে দর্শকের একাংশ কাশতে শুরু করেন। দম বন্ধ হওয়ার কারণে অনেকেই প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ আবার বমি করতে শুরু করেন। মুহূর্তে উপস্থিত দর্শকের মধ্যে আতঙ্ক ছড়ায়। ফলে সাময়িক ভাবে ছবির প্রদর্শন বন্ধ রাখা হয়। খবর পেয়েই মুম্বই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

তবে ওই শো-টি অবশ্য বাতিল করা হয়নি। মিনিট কুড়ি পর রহস্যজনক গ্যাসের প্রভাব কমতেই আবার শুরু হয় শো। এক জন প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘মধ্যান্তরে প্রথমে আমরা প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়ে আসি। তার পর ভিতরে প্রবেশ করে অদ্ভুত একটা গন্ধ অনুভব করি। অনেকেই শৌচাগারে গিয়ে বমি করেন।’’ খবর, পুলিশ আপাতত প্রেক্ষাগৃহ এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অনুসন্ধান করছে।

‘পুষ্পা ২’’-এর মুক্তিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই দর্শকের মধ্যে উত্তেজনা রয়েছে। প্রথম দিনেই ছবিটির হিন্দি সংস্করণ দেশের বক্স অফিসে প্রায় ৭২ কোটি টাকার ব্যবসা করেছে।

Advertisement
আরও পড়ুন