Monami Ghosh

Monami Ghosh: অভিনয়, নাচ পেরিয়ে এ বার গানের জগতে ‘টাপাটিনি গার্ল’ মনামী

দর্শকের কাছে নতুন ভাবে ধরা দিতে চলেছেন মনামী ঘোষ। পা রাখলেন গানের জগতে। আসছে মনামীর গানের ভিডিয়ো।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১০:১৫
নতুন রূপে মনামী

নতুন রূপে মনামী

‘টাপাটিনি গার্ল’। টলিউডে এটাই এখন তাঁর নতুন পরিচয়। বছরের পর বছর গড়ায়, মনামী ঘোষের বয়স যেন আর বাড়ে না! অন্তত তেমনটাই মত অনুরাগীদের। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে তন্বী রূপ ধরে রাখা নায়িকা এ বার দেখা দিচ্ছেন নতুন ভূমিকায়। ‘বেলাশুরু’র অভিনেত্রী লকডাউনে নিজের নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলেন। কখনও নাচ, কখনও কবিতা, কখনও বা গান। নিজেকে কোনও না কোনও ভাবে ব্যস্ত রেখেছিলেন শ্যুটিং-বিহীন অলস দিনগুলোয়। সঙ্গে অভিনয় তো ছিলই। এ বার ফের নতুন চমক নিয়ে হাজির নায়িকা। আসছে ‘ভিটামিন এম’। মনামীর নতুন মিউজিক ভিডিয়ো।

Advertisement

ভিডিয়োর নামে এম মানে শুধু মনামী নয়। এম মানে মিউজিকও বটে। প্রথম বার সামনে দর্শকের সামনে আসছেন গায়িকা মনামী। আনন্দবাজার অনলাইন ফোনে ধরেছিল অভিনেত্রীকে। মনামী বলেন,“বিদেশের ‘পপ’, ‘রক’ সংস্কৃতি আমাকে অনুপ্রেরণা যোগায়। সেখান থেকেই এই ভাবনা। শুধু গান গাওয়ার স্বপ্ন ছিল না। সিঙ্গলসের ইচ্ছে ছিল বরাবরই। এটা হঠাৎ করেই ঠিক হয়। আগেও এমন অফার এসেছিল। ধীরে ধীরে এগোল সব কথা। নাচে-গানে এমনই এক পারফরম্যান্সের ইচ্ছে ছিল”।

অভিনয়, নাচের পর এ বার গান। কন্যের এত গুণ দেখে মোহিত অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন