Mithun Chakrabarty

Mithun Chakraborty: মিঠুনের কী হয়েছিল? এখন কেমন? জানালেন পুত্র মিমো

পাশ ফিরে ঘুমোচ্ছেন 'মহাগুরু', হাতে স্যালাইনের চ্যানেল। ভক্তদের সন্দেহ ছিল, খবরটা সত্যিই তো?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৬:১৪
 বাড়ি ফিরে এসেছেন মিঠুন

বাড়ি ফিরে এসেছেন মিঠুন

শনিবার সকাল থেকে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই ছবি। অসুস্থ মিঠুন চক্রবর্তী, শয্যাশায়ী। পাশ ফিরে ঘুমোচ্ছেন 'মহাগুরু', হাতে স্যালাইনের চ্যানেল। ভক্তদের সন্দেহ ছিল, খবরটা সত্যি তো? তবে সোমবারই সংশয় কাটল। মিঠুনের ছেলে মিমো চক্রবর্তী নিজেই জানালেন, "বাবা এখন একদম সুস্থ, ভাল আছেন।" ঠিক কী হয়েছিল 'ডিস্কো ডান্সার'-এর?
সম্প্রতি পেটে ভীষণ ব্যথা, জ্বর এবং অন্যান্য উপসর্গের কারণে মিঠুনকে ভর্তি করা হয়েছিল বেঙ্গালুরুর একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন ৭১ বছর বয়সি অভিনেতা। মিমো জানান, কিডনিতে পাথর হয়েছে তাঁর। সে কারণেই এমন ভোগান্তি। তবে এখন অবস্থা স্থিতিশীল। বাড়ি ফিরে এসেছেন মিঠুন।

Advertisement

শনিবার নেটমাধ্যমে মিঠুনের অসুস্থতার ছবি প্রথম পোস্ট করেছিলেন বিজেপি নেতা সঞ্জয় সিংহ। প্রিয় অভিনেতার আরোগ্য কামনা করেছিলেন তিনি।

'মৃগয়া'-র নায়ক বাড়ি ফেরার পর বিজেপির জাতীয় সচিব, অনুপম হাজরা টুইট করলেন, 'তোমার দ্রুত আরোগ্য কামনা করি মিঠুনদা'। বর্ষীয়ান অভিনেতাকে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিলেন আরও অনেকেই।

Advertisement
আরও পড়ুন