Bollywood Scoop

মিঠুনকে সারা রাত ঘুমোতে দিতেন না শ্রীদেবী! তারকাযুগলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সহ-অভিনেতা

শ্রীদেবীকে নিয়ে কোনও দিনই একটি শব্দও খরচ করেননি মিঠুন! যদিও এ বার মিঠুন-শ্রীদেবীকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্য আনলেন ‘ডিস্কো ডান্সার’ ছবির সহ-অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৯:২২
Mithun Chakraborty and Sridevi Fight all night claims actor disco dancer co star karan razdan

‘ওয়াক্ত কি আওয়াজ’ ছবির একটি দৃশ্যে মিঠুন-শ্রীদেবী। ছবি: সংগৃহীত।

বলিউডের আনাচকানাচে লুকিয়ে থাকে অনেক না-বলা গল্প। তেমনই এক অধ্যায় রয়েছে শ্রীদেবী-মিঠুনের, তাঁদের প্রেমকাহিনি। এক সময় বলিউডে মিঠুনের সঙ্গে শ্রীদেবীর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, শোনা যায় এমনই গুঞ্জন। সে সময় বিবাহিত মিঠুন। তবু, শ্রীদেবী চেয়েছিলেন তাঁকেই বিয়ে করতে। নায়কের জীবনে দ্বিতীয় নারী হয়ে থাকার কোনও ইচ্ছে তাঁর ছিল না তাঁর। তাই এক দিন সম্পর্ক ছিন্ন করে ফেলেন।

Advertisement

তবে তাঁরা যতদিন একসঙ্গে ছিলেন একে অপরকে নাকি চোখে হারাতেন। যদিও শ্রীদেবীকে নিয়ে কোনও দিনই একটি শব্দও খরচ করেননি মিঠুন। প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন অভিনেতা। যদিও এ বার মিঠুন-শ্রীদেবীকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্য আনলেন মিঠুনের সহ-অভিনেতা কর্ণ রাজদান। তিনিই জানালেন, এক সময় পরিস্থিতি এমনও ছিল, যখন সারা রাত ঝগড়া করতেন দু’জনে। মানুষ হিসেবে কেমন ছিলেন মিঠুন, জানালেন কর্ণ।

‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘ওয়াতান কে রাখওয়ালে’, ‘গুরু’ এবং অন্য ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেই সময়ই প্রেমে পড়েন মিঠুন-শ্রীদেবী। তত দিনে যোগিতা বালিকে বিয়ে করে ফেলেছেন মিঠুন। অনেকেই শ্রীদেবীর সঙ্গে তাঁর সম্পর্ককে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন। পরে একটি পত্রিকায় তাঁদের বিবাহ শংসাপত্রের ছবি প্রকাশিত হয়। তার পরই মিঠুন নাকি শ্রীদেবীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন। একটা সময়ে তাঁরা মাড আইল্যান্ডে সাত মাস থেকেছিলেন বলেও শোনা যায়। তবে মিঠুন-শ্রীদেবীর সম্পর্কের স্থায়িত্ব খুব বেশি দিনের ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে, মিঠুনের ‘ডিস্কো ড্যান্সার’ -এর সহ-অভিনেতা কর্ণ রাজদান অভিনেতার চরিত্র সম্পর্কে মুখ খুলেছেন। তিনি শ্রীদেবীর সঙ্গে মিঠুনের সম্পর্ক নিয়েও কথা বলেছেন। সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে কর্ণ বলেন, ‘‘তাঁরা সারা রাত ঝগড়া করতেন। শ্রীদেবী এই পৃথিবীতে নেই; তাই, আমি তাঁকে নিয়ে বেশি কিছু বলতে চাই না।’’

যদিও মিঠুনের ভূয়সী প্রশংসা করেন তিনি। মিঠুন একেবারে খাঁটি সোনা। তার মনটা খুব স্বচ্ছ, যদিও বাইরে থেকে বোঝা যায় না। এমনই দাবি কর্ণের। মিঠুন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মিঠুন যে পরিমাণ পরিশ্রম করতে পারেন, তা অকল্পনীয়। সারা রাত জেগে থেকেও পরের দিন নাচের মহড়া দিতে পারেন। কিংবা মারামারির দৃশ্যে দিব্যি অভিনয় করতে পারেন। নির্দিষ্ট সময়ে সেটে পৌঁছোতেন। খুবই আবেগপ্রবণ মানুষ। কিন্তু নিজের মনটা সব সময় লুকিয়ে রাখেন।’’

Advertisement
আরও পড়ুন