Bipasha Basu-Karan Singh Grover

হোটেলে থেকেছেন আলাদা ঘরে, পর্দায় চুম্বন করতেও অস্বীকার! বিপাশা-কর্ণকে নিয়ে বিস্ফোরক মিকা

মিকা জানান, এই সিরিজ় নাকি শুধু কর্ণ সিংহ গ্রোভার ও এক নবাগতা নায়িকাকে নিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিপাশা নিজের থেকেই নির্ধারিত বাজেটে অভিনয় করতে আগ্রহ দেখিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৪১
Mika Singh revealed that he had bad experience working with Bipasha Basu and Karan Singh Grover

বিপাশা-কর্ণকে নিয়ে ছবি: সংগৃহীত।

বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারকে নিয়ে বিস্ফোরক দাবি মিকা সিংহের। ২০২০ সালে তারকা দম্পতিকে নিয়ে একটি ওয়েব সিরিজ়ের কাজ শুরু করেছিলেন গায়ক। ‘ডেনজারাস’ নামে সেই সিরিজ়ের সহ-প্রযোজক ছিলেন তিনি। সেই সিরিজ়ের শুটিংয়ে নাকি বিপাশা ও কর্ণকে নিয়ে কাজ করতে গিয়ে কালঘাম ছুটেছিল মিকার। তিন মাসের কাজ শেষ করেছিলেন ছয় মাসে। যার ফলে নির্ধারিত অঙ্ক ছাপিয়ে গিয়েছিল ব্যয়ের পরিমাণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা ভাগ করেছেন মিকা। গায়কের কথায়, লন্ডনে গিয়ে দম্পতির নানা ‘নাটক’ দেখতে হয়েছে তাঁকে।

Advertisement

মিকা জানান, এই সিরিজ় নাকি শুধু কর্ণ সিংহ গ্রোভার ও এক নবাগতা নায়িকাকে নিয়ে করতে চেয়েছিলেন তিনি। বিপাশাই নাকি স্বেচ্ছায় নির্ধারিত বাজেটে অভিনয় করতে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু পরবর্তী অভিজ্ঞতা খুব খারাপ বলে দাবি মিকার।

বিবাহিত হয়েও বিপাশা ও কর্ণ হোটেলে আলাদা ঘর দাবি করেছিলেন। সে দাবি পূরণ করেন মিকা, তবে তাজ্জব বনে গিয়েছিলেন তিনি। মিকা বলেছেন, “একটি লড়াই দৃশ্যে কর্ণের পা ভেঙে যায়। এর পরে ছবির ডাবিং-এর সময়েও নানা টালবাহান করেছিলেন ওঁরা। কখনও বলছিলেন, গলা ব্যথা, কখনও আবার অন্য সমস্যা। পারিশ্রমিক দেওয়ার পরেও এত নাটক কেন, আমি বুঝি না!”

এমনকি পরস্পরকে পর্দায় চুম্বন করতেও অস্বীকার করেন বিপাশা-কর্ণ। মিকার দাবি, চিত্রনাট্যে একটি চুম্বন দৃশ্য ছিল। তা দেখেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন দু’জনে। কিন্তু পরে সেই চুম্বন দৃশ্যে অভিনয় করতে রাজি হননি তাঁরা। মিকার কথায়, “এই তারকারা ধর্ম প্রযোজনা সংস্থার পায়ে পড়ে যান। কিন্তু ছোট প্রযোজনা সংস্থা হলেই এঁদের আচরণ বদলে যায়।”

Advertisement
আরও পড়ুন