Deepika Padukone

মেয়ে দুয়াকে নিজে হাতেই লালন করবেন দীপিকা! ব্যস্ত অভিনেত্রীর জন্য বড় ক্ষতি কোন ছবির?

সম্প্রতি কন্যা দুয়ার সঙ্গে মুম্বইয়ের ছবিশিকারিদের পরিচয় করিয়ে দিয়েছেন দীপিকা ও রণবীর। তবে সেখানে শর্ত ছিল, কোনও ভাবেই দুয়ার ছবি তোলা যাবে না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:২৩
Deepika Padukone said that she will now spend time with daughter Dua Padukone

কন্যা দুয়াকে নিয়ে ব্যস্ত দীপিকা। ছবি: ফেসবুক।

মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন দীপিকা পাড়ুকোন। গত ৮ সেপ্টেম্বর কন্যা দুয়া পাড়ুকোন সিংহের মা হয়েছেন তিনি। সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা জানিয়েছিলেন, কাজ থেকে বেশ কিছু দিনের বিরতি নেবেন তিনি। সেই কথাই রাখছেন তিনি। দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। বক্স অফিসে নজরকাড়া সাফল্য পেয়েছিল এ ছবি। কিন্তু শেষ অংশ বলে দিয়েছে, এখানেই গল্পের শেষ নয়। আসবে দ্বিতীয় পর্যায়ও। কিন্তু সেই ছবির কাজ থমকে রয়েছে দীপিকার জন্যই। কারণ নায়িকা এখন কন্যাকে নিয়ে ব্যস্ত।

Advertisement

সম্প্রতি কন্যা দুয়ার সঙ্গে মুম্বইয়ের ছবিশিকারিদের পরিচয় করিয়ে দিয়েছেন দীপিকা ও রণবীর। তবে সেখানে শর্ত ছিল, কোনও ভাবেই দুয়ার ছবি তোলা যাবে না। কথা রেখেছেন ছবিশিকারিরাও। এই দিনই নাকি দীপিকা বলে দিয়েছেন, এই মুহূর্তে দুয়াই সবচেয়ে গুরুত্ব পাবে। খুব তাড়াতাড়ি তাঁর কাজে ফেরার কোনও পরিকল্পনা নেই। ন্যানির হাতে সন্তানকে মানুষ করতে দিতে নারাজ দীপিকা। তাঁর কথায়, “আমি নিজে হাতেই মেয়েকে বড় করতে চাই, ঠিক আমার মা যেমন আমাকে লালন করেছিলেন।”

আর এর ফলেই থমকে রয়েছে ‘কল্কি’র পরবর্তী পর্যায়ের ছবি। দীপিকাকে ছাড়া এই ছবির শুটিং অসম্পূর্ণ। ছবির পরিচালক নাগ অশ্বিন বলেছেন, “এই ছবিতে দীপিকার চরিত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চিত্রনাট্য লেখার সময়ে অনেক আলোচনা করেছি। কার চরিত্র বাদ দিলে ছবি অসম্পূর্ণ থেকে যাবে, এই আলোচনাও হয়েছে। সেটা দীপিকারই চরিত্র। ওর চরিত্র বাদ দিলে কল্কি ছবিটাই হবে না।”

Advertisement
আরও পড়ুন