Tota Roy Chowdhury

Viral: রোহিতদাকে দেখে সবাই মোহিত! শোভনদার দোষ কোথায়? মিম বানিয়ে প্রশ্ন অনুরাগীদের

সৌজন্যে ছোট পর্দা। অভিনয় দুনিয়া আর রাজনীতি যে মিলেমিশে একাকার হয়ে যাবে কে জানত!

Advertisement
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ১৮:৩১
অভিনয় ও রাজনীতির জগতের দুই তারকার তুলনাও চলল মিম-দুনিয়ায়।

অভিনয় ও রাজনীতির জগতের দুই তারকার তুলনাও চলল মিম-দুনিয়ায়।

রোহিত সেন বনাম শোভন চট্টোপাধ্যায়!

ফের বোমা ফাটল মিম-দুনিয়ায়। অভিনয় ও রাজনীতির জগতের দুই তারকার তুলনাও চলল দিব্যি। মিম-সৃষ্টিকারীদের প্রশ্ন, রোহিতদার প্রেম দেখে সবাই মোহিত! শোভনদা তা হলে কী দোষ করলেন? তাঁদের যুক্তি, ‘শ্রীময়ী’ ধারাবাহিকে রোহিত সেন চুটিয়ে প্রেম করেছেন শ্রীময়ীর সঙ্গে। দর্শকেরা বাহ্যজ্ঞানরহিত হয়ে সে সব দেখেছেন। অনিন্দ্যর সঙ্গে শ্রীময়ীর বিচ্ছেদের পর সম্প্রতি ধুমধাম করে বিয়েও হয়েছে রোহিত-শ্রীময়ীর। ফেসবুক, ইনস্টাগ্রামে ‘ধন্য ধন্য’ রব। এক লাফে টিআরপি বেড়ে ধারাবাহিক আবার প্রথম সারিতে। পর্দায় যুগলের কীর্তিকলাপ দেখে রোহিতদার জন্য ভালবাসা উপচে পড়ছে অনুরাগীদের।

Advertisement

অথচ বাস্তবে রাজনীতিবিদ শোভন চট্টোপাধ্যায় একই কাজ করতেই গেল গেল রব! বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি প্রকাশ্যে নাচ-গান করেছেন প্রাক্তন মেয়র। সাজেও ছিল রংমিলন্তি। তাই নিয়ে সংবাদমাধ্যমে জোরদার চর্চা। ফেসবুকে নিন্দার ঝড়। আর সেখানেই মিম দুনিয়ার প্রশ্ন- কেন শোভনকে কটাক্ষ, গঞ্জনার শিকার হতে হবে? এতে দোষেরই বা কী? শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত হননি মিম-সৃষ্টিকারীরা। রীতিমতো ছুড়ে দিয়েছেন শাসানিও- ‘আগামী দিনে এ ভাবে ফের পক্ষপাতিত্ব করা হলে নামী সংস্থার জুতো উপহার দেওয়া হবে!’

কী বলছেন ‘রোহিত’ ওরফে টোটা রায়চৌধুরী? হাসতে হাসতেই আনন্দবাজার অনলাইনকে অভিনেতার জবাব, ‘‘প্রাণখুলে হাসা ছাড়া আর কী-ই বা করব!’’
ছোট পর্দার চক্করে অভিনয় দুনিয়া আর রাজনীতি যে এ ভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে কে জানত!

Advertisement
আরও পড়ুন