—প্রতীকী চিত্র।
বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে চর্চার অন্ত নেই। কিন্তু পরিচালকদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কে, তা কি জানার উপায় আছে?
অনেকেই মনে করবেন, এস এস রাজামৌলির কথা হচ্ছে। রাজকুমার হিরানি, ইমতিয়াজ আলি, রোহিত শেট্টি, সঞ্জয় লীলা ভন্সালীর নামও মাথায় আসবে অনেকের। এঁদের প্রত্যেকের ঝুলিতেই রয়েছে অজস্র জনপ্রিয় ছবি কিন্তু সকলকে পিছনে ফেলে দিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। মাত্র ৪৪ বছর বয়সে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত পরিচালক হিসাবে তাঁর নামই উঠে এসেছে।
শাহরুখ খান অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাঠান’-এর পরিচালক ছিলেন সিদ্ধার্থ। বিশ্ব জুড়ে ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে এই ছবি।
এখন সিদ্ধার্থ পরিচালনা করছেন যশরাজ ফিল্মসের ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিটি। শোনা যাচ্ছে, ‘পাঠান’-এর সাফল্যের পর এই ছবির জন্য নাকি বিপুল পারিশ্রমিক নিয়েছেন সিদ্ধার্থ। এমনই আকাশছোঁয়া অঙ্ক তার, যে এই মুহূর্তে তিনিই দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া পরিচালক। সিদ্ধার্থের থেকে অনেক বেশি দিন ধরে ছবি করছেন, কাজের সংখ্যার বিচারেও এগিয়ে আছেন, এমন পরিচালকেরাও তাঁর পিছনে পড়ে গিয়েছেন।
কত পারিশ্রমিক পাচ্ছেন সিদ্ধার্থ? শোনা যাচ্ছে, যশরাজের ছবির দায়িত্ব নিয়ে ৪০ কোটি টাকা পাচ্ছেন তিনি। ‘পোন্নিয়ান সেলভান’-এর বর্ষীয়ান পরিচালক মণি রত্নম, ‘বাহুবলী ২’-এর পরিচালক এসএস রাজামৌলি বা পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও পিছনে ফেলে দিয়েছেন তিনি।
কেরিয়ারে ৭টি মাত্র ছবি পরিচালনা করেছেন সিদ্ধার্থ। ‘সলম নমস্তে’, ‘ অনজানা অনজানি’, ‘বাঁচনা অ্যায় হাসিনো’, ‘ওয়ার’-এর মতো ছবি রয়েছে সেই তালিকায়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ তো সব নজির ভেঙে দিয়েছে। পরিচালক হিসাবে সিদ্ধার্থের খ্যাতি যেমন বেড়েছে, তেমনই বেড়েছে পারিশ্রমিক।