Manoj Mitra

গুরুতর অসুস্থ মনোজ মিত্র, বুকে ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে

মনোজ মিত্র অসুস্থ। বিধাননগরের একটি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা, নাট্যব্যক্তিত্ব।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০০:৪২
মনোজ মিত্র।

মনোজ মিত্র। —ফাইল চিত্র।

ফের অসুস্থ মনোজ মিত্র। খবর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। খবরের সত্যতা জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর ভাই অমর মিত্রের সঙ্গে। তিনি খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন।

Advertisement

একই কথা জানিয়েছেন আর এক নাট্যব্যক্তিত্ব সৌমিত্র মিত্রও। তাঁর কথায়, “বুকে ব্যথা শুরু হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যাতে দ্রুত চিকিৎসা শুরু হয়।” এ-ও শোনা যাচ্ছে, ৮৬ বছরের অভিনেতা ভেন্টিলেশনে আছেন (যদিও এই খবরের সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি)

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হন তিনি। সেই সময় পেসমেকার বসে তাঁর। নির্দিষ্ট সময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তবে তার পর থেকেই বারে বারে তাঁর অসুস্থতা নিয়ে ভুল খবর ছড়িয়েছে।

Advertisement
আরও পড়ুন