কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। — প্রতীকী চিত্র।
প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করেছে! শোনা মাত্রই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কিশোর। নদিয়ার হাঁসখালি থানা এলাকায় বগুলার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, দু’জনেই একই গ্রামের বাসিন্দা। মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তার বয়স ১২। ওই কিশোরের সঙ্গে তার প্রেম ছিল বলে দাবি। মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। বর্তমানে সে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। এই ঘটনা শোনার পরেই শুনে আত্মঘাতী হয় কিশোর। ঝুলন্ত অবস্থায় তাকে নিজের ঘর থেকে উদ্ধার করে পরিবারের লোকেরা। তাকেও বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কিশোর নবম শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে খবর, কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মেয়েটির অবস্থা এখন স্থিতিশীল।