বুদ্ধদেব গুহ। ফাইল চিত্র।
সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বুদ্ধদেব গুহর আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ মমতার ওই শোকবার্তা একটি লিখিত বিবৃতির আকারে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। সোমবার সকালে প্রয়াত সাহিত্যিককে স্মরণ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
রাজ্যপাল তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘প্রখ্যাত বাংলা সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে শোকাহত। 'মাধুকরী'-সহ বহু উল্লেখযোগ্য সাহিত্যের স্রষ্টা তিনি। পূর্ব ভারতের প্রকৃতি এবং অরণ্যের প্রতি প্রেম তাঁর লেখায় প্রতিফলিত হয়েছে। ঈশ্বরের কাছে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।’
বুদ্ধদেবের রচনার উল্লেখ রয়েছে মমতার শোকবার্তাতেও। লেখকের জনপ্রিয় বইগুলির নাম করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘তিনি বাংলা সাহিত্যের দু’টি জনপ্রিয় কাল্পনিক চরিত্র ঋভু এবং ঋজুদার স্রষ্টা।’
পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বুদ্ধদেব যে বাংলা পুরাতনী ও টপ্পা সহ বিভিন্ন সঙ্গীতেও পারদর্শী ছিলেন, সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘তাঁর বহু গল্প উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার, আনন্দ পুরস্কার সহ বহু সম্মানে তিনি ভূষিত হয়েছেন।’
রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বেলভিউ হাসপাতালে প্রয়াত হন সাহিত্যিক। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব।
Saddened at passing of Eminent Bengali writer Buddhadeb Guha, author of many notable works such as ‘Madhukari’ (Honey Gatherer).
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 30, 2021
His works of fiction reflected his closeness to nature and forests of eastern India. Pray Almighty to bestow eternal peace on the departed soul. pic.twitter.com/Z6Bo0MAPy9