Joseph Manu James

জীবনে প্রথম ছবি মুক্তির অপেক্ষায়, তার আগেই মৃত্যু হল দক্ষিণী ছবির পরিচালকের!

দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে গত কয়েক দিন ধরেই পর পর মৃত্যুর খবর। এ বার মাত্র ৩১ বছর বয়সে প্রয়াত তরুণ মালয়ালম পরিচালক।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৮
picture of director joseph manu

প্রথম ছবি মুক্তির আগেই প্রয়াত পরিচালক মনু। ছবি: সংগৃহীত।

মাত্র ৩১ বছর বয়সে থমকে গেল জীবন! প্রথম ছবি মুক্তির আগেই প্রয়াত দক্ষিণী ছবির পরিচালক জোসেফ মনু জেমস। নিউমোনিয়ায় আক্রান্ত হয় মৃত্যু হয় কেরলের এই তরুণ পরিচালকের।

Advertisement

মনুর প্রথম পরিচালিত ছবি ‘ন্যান্সি রানি’-তে অভিনয় করেছেন অহনা কৃষ্ণা এবং অর্জুন অশোকন। শীঘ্রই মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবির। তার আগেই পরিচালকের এই অকালমৃত্যুতে শোকাহত ছবির তারকারা। এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ের কাজ চলছিল এই ছবির। তবে তাঁর আগেই সবটা ওলটপালট হয়ে গেল। পরিচালকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ছবির তারকারা।

রবিবার কোট্টায়ামের কুরাভিলাঙ্গাদের একটি গির্জায় তার শেষকৃত্যের আয়োজন করা হয়। শিশুশিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেন জোসেফ মনু। ‘আই অ্যাম কিউরিয়াস’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ। তার পর কন্নড় ও মালয়ালম ছবিতে একটা লম্বা সময় ধরে কাজ করেছেন। কিন্তু নিজের পরিচালিত ছবি দেখে যেতে পারলেন না জোসেফ মনু।

Advertisement
আরও পড়ুন