Malaika Arora

অর্জুনকেই কি ‘বেবি’ বলে ডাকলেন মালাইকা?

এ দিন নিজের একটি ছবি পোস্ট করেছেন মালাইকা। তবে পুরো মুখ দেখাননি তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৫
মালাইকা অরোরা।

মালাইকা অরোরা।

নেট-মাধ্যমে নিজেদের সম্পর্কে সিলমোহর লাগিয়ে দিয়েছেন অর্জুন-মালাইকা। মাঝেমধ্যেই একে অপরের সঙ্গে ‘পিডিএ’তে মজেন তাঁরা। রবিবারও খানিক সে রকমই হল। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করলেন মালাইকা অরোরা। তবে জুটিতে-দুটিতে নয়। একেবারে একা।

এ দিন নিজের একটি ছবি পোস্ট করেছেন মালাইকা। তবে পুরো মুখ দেখাননি তিনি। মুখে হাত রেখে অনুরাগীদের সঙ্গে লুকোচুরি খেলছেন তিনি। শুধুমাত্র একটি চোখ দেখা যাচ্ছে তাঁর। মুখ ঢাকা থাকলেও তাঁর চোখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে, তিনি হাসছেন। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমাকে লজ্জায় লাল করে দিয়েছ বেবি।’
এ বার নেটাগরিকদের প্রশ্ন, মালাইকার এই ‘বেবি’টি কে? তিনি কি অর্জুন কপূর নাকি অন্য কেউ? সে কথার উত্তর দেননি মালাইকা। এই পোস্টের নীচে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

বান্দ্রার অলিতেগলিতে বন্ধুর সঙ্গে ঘুরে বেরিয়ে রবিবারের শুরু করলেন মালাইকা। কখনও বিকিনি পরে, কখনও প্রেমিক অর্জুনের সঙ্গে নানা ধরনের ছবি দিয়ে ইনস্টাগ্রামে পারদ চড়াচ্ছেন তিনি।

Advertisement
Advertisement
আরও পড়ুন