Saif Ali Khan Attack

সম্পর্ক অতীত, তবু যুগলে মালাইকা-অর্জুন দেখা দিলেন হাসপাতালে! সইফ কি মিলিয়ে দিলেন?

সইফের সঙ্গে বন্ধুত্ব অর্জুন কপূরের। মালাইকার ঘনিষ্ঠতা করিনার সঙ্গে। উভয়েই তাই সইফকে দেখতে যান হাসপাতালে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১২:২৭
মালাইকা অরোরা সইফ আলি খানকে দেখতে হাসপাতালে, অর্জুন কপূরও।

মালাইকা অরোরা সইফ আলি খানকে দেখতে হাসপাতালে, অর্জুন কপূরও। ছবি: সংগৃহীত।

যুগলের একজন সইফ আলি খানের বন্ধু, দ্বিতীয় জন করিনা কপূর খানের। এই সুবাদে রবিবার লীলাবতী হাসপাতালে আহত অভিনেতার সঙ্গে দেখা করলেন অর্জুন কপূর, মালাইকা অরোরা। দু’জনে কি একসঙ্গে এসেছিলেন? সূত্রের দাবি, মালাইকা গিয়েছিলেন বোন অমৃতা অরোরার সঙ্গে। অর্জুন একাই গিয়েছিলেন। হাসপাতালের কেবিনে পরস্পর মুখোমুখি। খবর ছড়াতেই বলিউডে চর্চা, সইফ-ই কি তা হলে দুই প্রাক্তনকে আরও এক বার পরস্পরের মুখোমুখি দাঁড় করাতে পারলেন?

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, সাদা রঙা ট্রাউজ়ার, কালো ক্রপ টপ পরেছিলেন মালাইকা। চুল হাতখোঁপায় বন্দি। অমৃতা পরেছিলেন সাদা ঢিলেঢালা টপ। প্রায় একই সময়ে হাসপাতাল চত্বরে পা রাখেন অর্জুন। তিনি পরেছিলেন খাকি রঙের হুডি, কালো প্যান্ট আর কালো টুপি। তিন জনেই অনেক ক্ষণ কেবিনে সইফের সঙ্গে কাটান। সন্ধ্যার পর একসঙ্গে হাসপাতাল থেকে বেরোতেও দেখা যায় তাঁদের। হাসপাতাল চত্বরে থাকা ছবিশিকারিদের সযত্নে এড়িয়ে যান তিন জনেই।

হামলাকারী ধরা পড়তেই রবিবার বাবাকে হাসপাতালে দেখতে যায় তাঁর ছোট দুই সন্তান তৈমুর আলি খান এবং জেহ আলি খান। সঙ্গে তাদের মা করিনা কপূর খান। দুই ভাইকেই এ দিন যথেষ্ট সপ্রতিভ দেখিয়েছে। প্রসঙ্গত, হামলার রাতে বছর আটেকের তৈমুরই রক্তাক্ত সইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে আসে! খবর ছড়াতেই তড়ঘড়ি বাবাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন তাঁর আরও দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান।

Advertisement
আরও পড়ুন