New Bengali Film

প্রকাশ্যে ‘কাবুলিওয়ালা’-র পোস্টার, রহমত-মিনির স্মৃতিমেদুরতা উস্কে দিলেন মিঠুন

বড়দিনে মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘কাবুলিওয়ালা’। এই ছবিতে তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ২৩:৩০
Makers revealed the first poster of the upcoming film Kabuliwala starring Mithun Chakraborty, Abir Chatterjee and Sohini Sarkar

‘কাবুলিওয়ালা’ ছবির একটি দৃশ্যে মিঠুন এবং অনুমেঘা। ছবি: সংগৃহীত।

বড়দিনে মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘কাবুলিওয়ালা’। ছবিতে রহমতের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। ফলে শুরু থেকেই এই ছবিকে ঘিরে অনুরাগীদের কৌতূহল বেড়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল গল্প আজও ছোটদের কাছে পরম আকর্ষণ। মঙ্গলবার আন্তর্জাতিক শিশুদিবস। এই বিশেষ দিনে নির্মাতারা ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন।

Advertisement
‘কাবুলিওয়ালা’ ছবির পোস্টারে মিঠুনের লুক।

‘কাবুলিওয়ালা’ ছবির পোস্টারে মিঠুনের লুক। ছবি: সংগৃহীত।

‘কাবুলিওয়ালা’ ছবিতে আবীর এবং সোহিনীর লুক।

‘কাবুলিওয়ালা’ ছবিতে আবীর এবং সোহিনীর লুক। ছবি: সংগৃহীত।

পোস্টারে দেখা যাচ্ছে, কলকাতার রাস্তায় কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি। সুমন ঘোষ পরিচালিত এই ছবির প্রেক্ষাপট এবং নির্মাণ নিয়েও চর্চা শুরু হয়েছে। ছবিতে মিনির চরিত্রে অভিনয় করেছে ‘মিঠাই’ খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি। অন্য দিকে, মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement