sushmita sen

Susmita-Mahesh: হাত খামচে এক ঘর লোকের সামনে সুস্মিতাকে অপমান করেছিলেন মহেশ ভট্ট!

প্রথম ছবির কাজেই অসম্মান জুটেছিল সুস্মিতার কপালে। মহেশ ভট্টের সেট ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। তার পর?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২০:৩৬
এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, এক ঘর লোকের সামনে তাঁকে অপমান করেছিলেন মহেশ ভট্ট।

এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, এক ঘর লোকের সামনে তাঁকে অপমান করেছিলেন মহেশ ভট্ট।

১৯৯৬ সাল। সুন্দরী প্রতিযোগিতার খেতাব জিতে অভিনয়ে সদ্য পা রাখছেন সুস্মিতা সেন। জীবনে কখনও অভিনয় করেননি। প্রথম ছবির কাজ মহেশ ভট্টের ‘দস্তক’-এর সেটে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? ভাবলে আজও শিউরে ওঠেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, এক ঘর লোকের সামনে তাঁকে অপমান করেছিলেন মহেশ ভট্ট। বলেছিলেন, ‘‘অভিনয় করতে পারো না যখন, এসেছ কেন?’’ সেই শুনে ছিটকে বেরিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। মহেশ এসে তাঁর হাত চেপে ধরেন। হাত ছাড়িয়ে নিয়ে কড়া ভাবে সুস্মিতা বলেন, ‘‘আমার সঙ্গে এই ভাবে কেউ কথা বলে না।’’ মহেশ আবার হাত ধরে বলেন, ‘‘ক্যামেরায় এসো। কাজ করো।’’ সুস্মিতা তাতে আরও রেগে গয়না, ঘড়ি সব ছুড়ে ফেলে বেরিয়ে যেতে উদ্যোগী হন। তখন মহেশ তাঁকে টেনে এনে বলেন, ‘‘এই রাগটা ক্যামেরার সামনে দেখাও। এটাই চাইছি।’’

Advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন:

সেই ছবি দিয়েই আত্মপ্রকাশ সুস্মিতার। ‘দস্তক’-এ একজন ‘বিউটি কুইন’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে সুস্মিতার কথায়, ‘‘মহেশ আমার উচ্চাকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিয়েছিলেন সবার সামনে। খুব অপমানিত বোধ করেছিলাম। সেই যন্ত্রণা আজও ভুলিনি।’’

Advertisement
আরও পড়ুন