salman khan

Lawrence's threat to Salman Khan: জোধপুরেই খুন করব সলমন খানকে! হুমকি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের

গ্যাংস্টারের হুমকি থেকে মুক্তি পাননি বলিউড অভিনেতা সলমন খানও। জনসমক্ষে তাঁকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৭:০৭
জনসমক্ষে তাঁকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স

জনসমক্ষে তাঁকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স

লরেন্স বিষ্ণোই-ঘনিষ্ঠ গ্যাংস্টাররাই নাকি দাপিয়ে বেড়াচ্ছে ভারত জুড়ে। বিভিন্ন রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে তাদের শিকড়। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর তদন্তে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।২০১৮ সাল। বলিউড অভিনেতা সলমন খানকেও প্রাণনাশের হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সে বলেছিল, "আমরা যা করি,জানিয়েই করি। জোধপুরেই খুন করব সলমন খানকে। এখনও তো কিছুই করিনি।" একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল,যাতে আদালতের সামনে সংবাদমাধ্যমকে সরাসরি এই বয়ান দিয়েছিল লরেন্স।

লরেন্সের সহকারী সম্পৎ নেহরাকে বিভিন্ন সময়ে সলমনের বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। জেলার ঘানি টানে লরেন্সও। তাই সে যাত্রায় প্রাণ রক্ষা হয় সলমনের।

Advertisement

তবে সংখ্যায় তারা অনেক! পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং হিমাচলপ্রদেশে ছড়িয়ে আছে ৭০০-এর উপর আততায়ী,যারা লরেন্সের হয়ে কাজ করে। ৫ রাজ্যে পুলিশকে নাস্তানাবুদ করছে সেই বাহিনী।

পঞ্জাবি গায়ক সিধুর হত্যাকাণ্ডে যুক্ত গোল্ডি ব্রারও লরেন্সের দলেরই। সিধু মুসেওয়ালা খুন হয়েছেন গত রবিবার সন্ধ্যায়। পঞ্জাবের মানসার জাওয়াহারকে গ্রামের রাস্তাতেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। সেই ঘটনার দায় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে লরেন্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement