Kriti Sanon

Kriti Sanon: পরমের জীবন তছনছ করে দিয়েছেন কৃতী শ্যানন! সত্যি?

পরমের দাবি, খোদ কৃতীই যেন গানের মধ্যে দিয়ে তাঁর সঙ্গে রসিকতায় মেতেছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৯:৩৭
কৃতী শ্যানন।

কৃতী শ্যানন।

‘পরম সুন্দরী’ গানের কী মহিমা! উৎসব, উদযাপনে তো বাজছেই। এক রত্তি মেয়ে থেকে যুবক-- সবাই গানের রিল ভিডিয়ো বানিয়ে রাতারাতি জনপ্রিয়। একই ভাবে, লক্ষ্মণ উতেকরের ‘মিমি’ ছবির এই গান নাকি সর্বনাশের কারণও হয়েছে। ছবির নায়িকা কৃতী শ্যাননের এক অনুরাগীর জীবন নাকি তছনছ এই গানের কারণে!



বলিউড সংবাদাধ্যমে প্রকাশ, এই একটি গানের দাপটে অনুরাগীর এতই খারাপ দশা যে, তিনি কৃতীকে টুইট না করে পারেননি। তাঁর নাম পরম ছায়া! নিজের নাম নিয়ে তাঁর কোনও সমস্যা ছিল না। স্কুলে পড়ার সময় কখনও নাম নিয়ে, কখনও পদবি নিয়ে অনেকেই ঠাট্টা করেছেন। পরম পাত্তা দেননি। গোল বেঁধেছে কৃতীর ‘পরম সুন্দরী’ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতেই। তাঁর নাম গানের প্রতি পঙক্তিতে উচ্চারিত! ব্যস, এ বার সবাই এমন পিছনে লেগেছেন যে ,পরমের ‘ছেড়ে দে মা’ অবস্থা। তাঁর মনে হচ্ছে, খোদ কৃতীই যেন গানের মধ্যে দিয়ে সবাইকে জানিয়ে তাঁর সঙ্গে রসিকতায় মেতেছেন। দিনে কমপক্ষে হাজার জন তাঁকে নিয়ে মজা করছেন। কৃতীকে টুইট করে পরমের প্রশ্ন, ‘কেন এমন করলেন? একটা গান দিয়ে আমার জীবন তছনছ করে দিলেন!’



Advertisement

অভিনেত্রী কি জানেন পুরো ঘটনা? তাঁর প্রতিক্রিয়া কী?

টুইটারেই পরমকে ছোট্ট জবাব ফিরিয়ে দিয়েছেন ‘পরম সুন্দরী’। প্রথমে হাসির চিহ্ন এঁকে দিয়েছেন অনেকগুলি। তার পর মিষ্টি করে ক্ষমা চেয়েছেন, ‘ও হো হো! দুঃখিত...।’ কথা ফুরতেই কান ধরে ক্ষমা চাওয়ার চিহ্ন! এর পরেও আর কেউ রাগ করে থাকতে পারে? কৃতীর সাড়া পেলেই পরম আহ্লাদে গলে জল। তিনি অভিনেত্রীকে মাফ করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। টুইটে লিখেছেন, ‘আমার জ্বালা-যন্ত্রণা কিছুটা হলেও যেন কমল। আপনার ক্ষমা চাওয়ার এই ভঙ্গি দারুণ লেগেছে।’

আরও পড়ুন:
আরও পড়ুন:
Advertisement
আরও পড়ুন