Siddharth Malhotra

Kiara-Siddarth: পুরস্কার নিতে মঞ্চে অর্জুন, গল্পে বিভোর কিয়ারা-সিদ্ধার্থের খেয়ালই নেই!

সামনের সারিতে বসে গল্পে মশগুল সিদ্ধার্থ-কিয়ারা। অর্জুন মঞ্চে উঠে পুরস্কার নিচ্ছেন, দেখতেই পেলেন না দু’টিতে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১২:৫৯
তারকা-জুটির কাণ্ড দেখে আবার হাসি-ঠাট্টা শুরু হয়েছে।

তারকা-জুটির কাণ্ড দেখে আবার হাসি-ঠাট্টা শুরু হয়েছে।

কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মলহোত্র। গত কয়েক বছর ধরে সব জায়গায় একসঙ্গেই দেখা যায় তাঁদের। অথচ সম্পর্কে আছেন কী নেই, তা নিয়ে মুখে কুলুপ দু’জনেরই। সম্প্রতি এক পুরস্কার অনুষ্ঠানে তারকা-জুটির কাণ্ড দেখে ফের শুরু হল হাসি-ঠাট্টা!

মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন অভিনেতা অর্জুন কপূর। দর্শকাসনে কিয়ারা আর সিদ্ধার্থ। এমন গল্প জুড়লেন দু’জনে যে, চার পাশের জগৎ যেন বাষ্প হয়ে উবে গেল! অর্জুন তখন মঞ্চে। বলছেন, ‘‘আমি পুরস্কার পেতে খুব একটা অভ্যস্ত নই। মাঝখানে আমার চেহারা খারাপ হয়ে গিয়েছিল, কেরিয়ারেও সমস্যা হয়েছিল। তবে আবার ঘুরে দাঁড়াচ্ছি। যাঁরা আমায় ভাল পারিশ্রমিক দিতে চান, আমার কাজ দেখতে চান, তাঁদের জন্য।’’

Advertisement

সে সময়েই ক্যামেরাবন্দি অতিথি আসনের সামনের সারি। ঝিকমিকে বেগুনি গাউনে সেজে সিদ্ধার্থে বুঁদ কিয়ারা। সিদ্ধার্থের কমলা স্যুট, নীল জুতোও কিয়ারার দিকেই ঘুরে। কথায় মগ্ন দু’জনে। মঞ্চে কী চলছে, সে দিকে খেয়ালই নেই। সেই অনুষ্ঠানেই আবার ‘যুগ যুগ জিয়ো’র গানে পা মেলালেন দু’জনে। আগামী ২৪ জুন মুক্তি পাচ্ছে কিয়ারা এবং বরুণ ধবনের সেই ছবি।

Advertisement
আরও পড়ুন