Katrina Kaif

আলিয়া থেকে দীপিকা পেরেছেন অনেকেই, তবু কেন হলিউডে শিঁকে ছিঁড়ল না ক্যাটরিনার!

সুযোগ পেয়েছিলেন ক্যাটরিনা কইফও। যে কারণে সুযোগের সদ্বব্যহার করতে পারলেন না অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ১৯:১০
(বাঁ দিক থেকে) আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ, দীপিকা পাড়ুকোন।

(বাঁ দিক থেকে) আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ, দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ়্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে ২০১৭ সালে প্রথম হলিউডে অভিষেক হয় বলিউডের ‘মস্তানি’র। সেই ছবিতে হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। ভিন্‌দেশি ছবি হলেও তা প্রথম মুক্তি পেয়েছিল ভারতীয় প্রেক্ষাগৃহে। বিভিন্ন কারণে সেই ছবি অবশ্য সাফল্য পায়নি। তার পর ২০২৩ সালে মুক্তি পায় আলিয়া ভট্টের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। ছবিতে গল গ্যাডোট, জেমি ডরনানের মতো তারকাদের দেখা গিয়েছে আলিয়ার সঙ্গে। যদিও তাঁদের অনেক আগে হলিউডে পা দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। প্রায় ১০ বছরের বেশি সময় সেখানে টানা কাজ করার পর সাফল্যের মুখ দেখাচ্ছেন প্রিয়ঙ্কা। সুযোগ পেয়েছিলেন ক্যাটরিনা কইফও। তবু সুযোগের সদ্বব্যহার করতে পারেননি ‘ক্যাট’।

Advertisement

সম্প্রতি একটি বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর কাছেও হলিউড থেকে কাজের প্রস্তাব আসে। তবে সেই সময় পরিস্থিতি এমন ছিল যে করে উঠতে পারেননি। তবে ফের কখনও কাজ করবেন কি? সেই প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘‘আসলে জীবনে যখন যেটা হওয়ার থাকে সেটা হয়ে যায়। হলিউডে সুযোগ এলে সেটা আমার জীবনের নতুন একটা অধ্যায় হবে। আমি খুবই আগ্রহী।’’

Advertisement
আরও পড়ুন