Katrina Kaif

ক্যাটরিনার ‘কালসর্প দোষ’! ভাগ্য ফেরাতে এ বার কোন পদক্ষেপ করলেন নায়িকা?

অনেকেই বলাবলি শুরু করেছেন, সিনেমা ভুলে ধর্ম-কর্ম্মে মন দিয়েছেন ক্যাটরিনা! এ বার কর্নাটকের এক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী। যদিও এড়িয়ে গেলেন সংবাদমাধ্যমকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৩:৫০
চুপিচুপি কর্নাটকে গিয়ে কী  এমন ধর্মীয় আচার পালন করলেন ক্যাটরিনা?

চুপিচুপি কর্নাটকে গিয়ে কী এমন ধর্মীয় আচার পালন করলেন ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।

ক্যাটরিনা কইফ বলিউডের পয়লা নম্বর অভিনেত্রীদের একজন। বছর চারেক হল পঞ্জাবি পরিবারে বিয়ে হয়েছে। যদিও ক্যাটরিনা নিজে খ্রিস্ট ধর্মাবলম্বী। বিয়ের পর থেকে বিভিন্ন সময় নানা ধর্মীয় রীতি নীতি পালন করতে দেখা গিয়েছে তাঁকে। মাস কয়েক আগে শাশুড়িকে নিয়ে সাঁই বাবার মন্দিরে পুজো দিতে যান তিনি। তার পরই তাঁকে দেখা গিয়েছে মহাকুম্ভে। সে বারও সঙ্গী শাশুড়িই। অনেকেই বলাবলি শুরু করেছেন, সিনেমা ভুলে কি তবে ধর্মকর্মে মন দিলেন অভিনেত্রী! এ বার কর্নাটকের এক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী। যদিও এড়িয়ে গেলেন সংবাদমাধ্যমকে।

Advertisement

মঙ্গলবার কর্নাটকে পৌঁছোন ক্যাটরিনা। সেখানকার কুক্কে শ্রী সুব্রহ্মণ্যম মন্দিরে পুজো দেন অভিনেত্রী। জানা গিয়েছে, ওই মন্দিরে সর্প সংস্কার পুজো করেন তিনি। এই রীতিতে পুজো দিলে নাকি ‘কালসর্প দোষ’ কেটে যায়! বুধবার দুপুরেও নাকি বেশ কিছু পুজোপচার পালন করবেন ক্যাটরিনা। তার পর ‘আনন্দম’ রীতি পালন করবেন তিনি। মন্দিরের নিয়ম অনুযায়ী, ভোগ বিতরণের রীতিকে ‘আনন্দম’ বলা হয়। জানা যাচ্ছে, মন্দিরের নিকটবর্তী একটি হোটেলে রয়েছেন ক্যাটরিনা। এমনিতে সংবাদমাধ্যমের সামনে হাসিমুখেই দেখা যায় তাঁকে। কিন্তু এ দিন ওড়নায় মুখে ঢেকেই বেরিয়ে যান তিনি।

Advertisement
আরও পড়ুন