Kartik Aryan

ছিলেন কার্তিক, হয়ে গেলেন জন স্নো! শেয়ার করলেন ভিডিয়ো

দেখা যাচ্ছে, চারদিকে সাদা তুষারের মধ্যে কালো হুডি পরে একলা কার্তিক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩১
নিজেকে জন স্নো মনে করতে শুরু করেন কার্তিক।

নিজেকে জন স্নো মনে করতে শুরু করেন কার্তিক।

ছিলেন কার্তিক আরিয়ান। হয়ে গেলেন জন স্নো!

মানালিতে দিগন্ত বিস্তৃত বরফের মধ্যেই হঠাৎ নিজেকে বিখ্যাত টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর চরিত্র জন স্নো মনে করতে শুরু করেন কার্তিক। সেই মুহূর্তের ভিডিয়োও শেয়ার করলেন ইনস্টাগ্রামে। দেখা যাচ্ছে, চারদিকে সাদা তুষারের মধ্যে কালো হুডি পরে একলা কার্তিক। মুখে খেলে যাচ্ছে নানা ধরনের অভিব্যক্তি। এর সঙ্গেই অভিনেতা জুড়ে দিয়েছেন ‘গেম অব থ্রোনস’-এর মিউজিক। ক্যাপশনে লিখেছেন, ‘চুল কেটে ফেলেছি। কিন্তু স্নোয়ের মতো হাবভাব গেল না।’

Advertisement

কার্তিকের এই অবতারে মুগ্ধ তার অনুরাগীরা। কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসা। মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ৮ লক্ষের বেশি ভিউ পেয়েছে এই ভিডিয়ো। জন স্নোয়ের সঙ্গে চলেছে কার্তিকের তুলনা।

‘ধামাকা’ ছবির জন্য কাঁধ অবধি চুল রেখেছিলেন কার্তিক। কিন্তু ‘ভুল ভুলাইয়া ২’-এর জন্য সেই চুল কেটে ফেলতে হয় তাঁকে। পাহাড়ের কোলে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই ছেঁটে ফেলেছিলেন চুল। সেই ছবি ইনস্টাগ্রামেও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন