Kareena Kapoor Khan

Kareena Kapoor Khan: ধৈর্য ধরে তুমি হোটেলে বন্দি থেকেছ, বড়দিনে সইফকে ধন্যবাদ করিনার

ধন্যবাদ জানানোর দীর্ঘ তালিকা থেকে বাদ পড়েননি স্বামী সইফ আলি খানও। তাঁর উদ্দেশে করিনার বার্তা, ‘সব শেষে ধন্যবাদ জানাব আমার স্বামীকে।'

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৩:১৫
ঘেরাটোপের বাইরে এলেন করিনা।

ঘেরাটোপের বাইরে এলেন করিনা।

অপেক্ষার অবসান। অবশেসে করোনামুক্ত করিনা কপূর খান। নিভৃতবাসের পর্বে ইতি টেনে ঘেরাটোপ থেকে বেরিয়ে এসেন বেবো। অনুরাগীদের সুখবর দিয়েছেন নিজেই।

করিনা লিখেছেন, ‘আমার কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এই কঠিন সময়ে সব কিছু সামলে নেওয়ার জন্য আমার প্রিয় দিদিকে ধন্যবাদ।’

করিনার সঙ্গেই আক্রান্ত হয়েছিলেন তাঁর প্রিয় বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা। আপাতত তিনিও সুস্থ। তাঁর উদ্দেশে করিনা লিখেছেন, ‘প্রিয় অমৃতা, আমরা পেরেছি।’ এর পরেই পাশে থেকে সাহায্যের জন্য পরিবার-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধু, চিকিৎসক এবং পুরসভার কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ‘জব উই মেট’-এর গীত।

Advertisement

ধন্যবাদ জানানোর দীর্ঘ তালিকা থেকে বাদ পড়েননি স্বামী সইফ আলি খানও। তাঁর উদ্দেশে করিনার বার্তা, ‘সব শেষে ধন্যবাদ জানাব আমার স্বামীকে। পরিবারের থেকে দূরে হোটেলের ঘরে ধৈর্য ধরে বন্দি থাকার জন্য।’

নিভৃতবাসেও করিনার সঙ্গ ছাড়েননি সইফ। যে বহুতলে তিনি নিভৃতবাসে ছিলেন, তার উল্টো দিকের একটি বহুতলে উঠে পড়েছিলেন সইফ। লাল রঙের সাদাসিধে টি শার্টে গরম চায়ের কাপ হাতে দূর থেকেই স্ত্রীকে দেখে নিচ্ছিলেন মন ভরে। তাঁকে এক পলক দেখতে সইফের এই আকুলতা লেন্সবন্দি করেছিলেন বেবো। সেই ছবি দিয়ে লিখেছেন, ‘এই করোনাকালেও আমরা পরস্পরকে এ ভাবেই ভালবাসছি।’

এ বার দূরত্ব ঘুচল। বড়দিনে সইফ এবং দুই ছেলেকে নিয়ে আনন্দে মেতে উঠবেন করিনা।

Advertisement
আরও পড়ুন