Kareena Kapoor

Kareena Kapoor: ছেলের দৌরাত্ম্যে অস্থির কেট মিডলটনের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন করিনা?

দুই ছেলের দৌরাত্ম্যে অস্থির করিনা? নিজের সঙ্গে মিল খুঁজে পেলেন কেটের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১৯:৫৫
 কেট মিডলটনের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন করিনা?

কেট মিডলটনের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন করিনা?

রানি এলিজাবেথের রাজত্বের ৭৫ বছর পূর্তি উপলক্ষে উৎসব চলছে বাকিংহাম প্রাসাদে। তবে উদ্‌যাপনের আসরে বারবার নজরে আসছিল এলিজাবেথের একরত্তি প্রপৌত্র, প্রিন্স লুই।

ছেলেকে সামলাতে মা কেট মিডলটন সাধ্যমতো চেষ্টা চালাচ্ছিলেন। চোখ পাকিয়ে ধমকাচ্ছিলেন, তবু শান্ত হয়ে বসার লক্ষণই নেই চার বছরের ছেলের! মায়ের মুখে হাত চাপা দিয়ে রেখেছে লুই।

Advertisement

সেই ভিডিয়ো ভাইরাল হয়ে ঘুরছিল নেট দুনিয়ায়। উপভোগ করছিলেন গোটা পৃথিবীর মানুষ। হাসির প্রতিক্রিয়া দিয়েছেন বেশির ভাগই। তবে একটুও হাসি পেল না বলিউড অভিনেত্রী করিনা কপূরের। সহমর্মী হয়ে সেই পোস্টের অনুষঙ্গ টেনে বললেন, ‘আমি এই অনুভূতি জানি।’

দুই ছেলের দৌরাত্ম্যে অস্থির করিনা? নিজের সঙ্গে মিল খুঁজে পেলেন কেটের।

দুই ছেলের দৌরাত্ম্যে অস্থির করিনা? নিজের সঙ্গে মিল খুঁজে পেলেন কেটের।

দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরের মা করিনা। ছেলেদের দৌরাত্ম্যে তিনিও ভুক্তভোগী। ইনস্টাগ্রামে রাজপরিবারের ভিডিয়ো দেখে নিজেও যেন কেটের সঙ্গে একাত্ম বোধ করলেন সইফ ঘরনি।

Advertisement
আরও পড়ুন