Kareena Kapoor Khan

Kareena Kapoor Khan: করোনা আক্রান্ত করিনা কপূর খান, পজিটিভ তাঁর বন্ধু অমৃতা অরোরাও

আপাতত নিভৃতবাসেই থাকবেন তাঁরা। জানা যাচ্ছে, বিগত কয়েক দিনে তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করানো হবে। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৬:৩৯
করোনা আক্রান্ত করিনা।

করোনা আক্রান্ত করিনা।

করোনা আক্রান্ত করিনা কপূর খান। একই সঙ্গে আক্রান্ত তাঁর প্রিয় বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা। আপাতত নিভৃতবাসেই থাকবেন তাঁরা। জানা যাচ্ছে, বিগত কয়েক দিনে তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করানো হবে।

দিন কয়েক আগেই করিশ্মা কপূর এবং মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা গিয়েছিল করিনা এবং অমৃতাকে। এ ছাড়াও গত সপ্তাহে সোনম কপূর এবং রিয়া কপূরের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন তাঁরা। করিনা বা অমৃতা যদিও এখনও আক্রান্ত হওয়া নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি। কিন্তু সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কোভিড বিধি লঙ্ঘন করেই নানা সময় পার্টি করেছিলেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন করিনার ম্যানেজার পুনম দামানিয়া এবং অভিনেত্রী নীনা গুপ্তর কন্যা পোশাক শিল্পী মাসাবা গুপ্ত। আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেককেরই কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।

Advertisement

প্রত্যেক বছরই বড় দিন উপলক্ষে খাওয়াদাওয়ার আসর বসে কপূর বাড়িতে। নিয়ে রীতি মেনে স্বামী সইফ আলি খান এবং ছেলে তৈমুরকে নিয়ে সামিল হন করিনাও। তবে নিয়মভঙ্গ হতে পারে এ বার। করোনা আক্রান্ত হওয়ায় পরিবারের সঙ্গে উদ্‌যাপনে মেতে উঠতে পারবেন না করিনা।

Advertisement
আরও পড়ুন