কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।
সমাজমাধ্যমে তাঁকে নিয়ে যে ট্রোলিং সংস্কৃতি রয়েছে, তার সঙ্গে মানিয়ে নিয়েছেন কর্ণ জোহর। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরেই এ বার কটাক্ষের শিকার কর্ণ। সম্প্রতি বিষয়টি নজরে এনে সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির পরিচালক।
কর্ণ ইনস্টাগ্রামে লেখেন, ‘‘মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম। চ্যানেলের একটা কমেডি শোয়ের প্রোমোতে দেখলাম খুব নিন্ম রুচিতে আমার নকল করা হচ্ছে!’’ এর সঙ্গে কর্ণ লেখেন, ‘‘ট্রোলার এবং অ়জ্ঞাত পরিচয় মানুষ কেউ এমন করলে, তা’ও এক রকম, কিন্তু নিজের ইন্ডাস্ট্রির কেউ যদি এমন করে! যেখানে আমার ২৫ বছর কাটানো হয়ে গেল! তখন মনে হয় যে, আমরা ঠিক কোন সময়ে বসবাস করছি।’’ এরই সঙ্গে কর্ণ লিখেছেন, ‘‘এটা দেখে রাগ হয়নি, কিন্তু খুব দুঃখ পেয়েছি।’’
এই ঘটনায় কর্ণের পাশে দাঁড়িয়েছেন প্রযোজক একতা কপূর। কর্ণের পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘‘প্রায়শই এ রকম ঘটনা ঘটে! শো এবং অ্যাওয়ার্ড ফাংশনে নিম্ন রুচির হাস্যরস। তার পর আবার আশা করা হয়, ওই ব্যক্তি সেখানে নিমন্ত্রণ রক্ষা করবেন!’’
ওই শোয়ে কর্ণকে নকল করছিলেন কমেডিয়ান কেত্তন সিংহ। কর্ণ তাঁর ক্ষোভের কথা জানাতেই কেত্তন ক্ষমা চেয়ে নিয়েছেন। একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমি ওঁর কাছে ক্ষমাপ্রার্থী। ওঁর মনে আঘাত দিতে চাইনি। কারণ আমি ওঁর গুণমুগ্ধ। ওঁর কফি শো বা ছবি আমি দেখি।’’