Kangana Ranaut

হঠাৎ কার কাছ থেকে কাঞ্জিভরম শাড়ি এল! উপহার পেয়েই কেন ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা?

বহু কাঠখড় পোড়ানোর পরে চলতি বছরেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। এই ছবির পরিচালক ও চিত্রনাট্যকার তিনি নিজেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৩:০৫
Kangana Ranaut slams Bollywood as she did not get any award in any award show

কঙ্গনা ফের ক্ষোভ উগরে দিলেন। ছবি: সংগৃহীত।

তিনি মুখ খুললেই বিতর্ক। এক সময়ে বলিউডের ‘কুইন’ তকমা পেয়েছিলেন। আবার সেই বলিউডের উদ্দেশেই এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা রনৌত, বার বার। কখনও তাঁর নিশানায় থেকেছেন কর্ণ জোহর, কখনও আলিয়া ভট্ট। বলিউডের তিন খানকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এ বার বলিউডের বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন কঙ্গনা।

Advertisement

বহু কাঠখড় পোড়ানোর পরে চলতি বছরেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। এই ছবির পরিচালক ও চিত্রনাট্যকার তিনি নিজেই। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ও করেছেন কঙ্গনা। মুক্তির আগে ছবি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল বিস্তর। কিন্তু সেই আন্দাজে বক্স অফিস সংগ্রহ হয়নি। তবে কঙ্গনার একনিষ্ঠ অনুরাগীরা এই ছবির প্রশংসা করেছেন। গত কয়েক মাসে বি-টাউনে বেশ কয়েকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। কোনও পুরস্কারই পায়নি ‘ইমার্জেন্সি’। সে বিষয়ে এ বার ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা। চলচ্চিত্র পুরস্কার না পেলেও অনুরাগীদের থেকে নানা উপহার পাচ্ছেন তিনি।

এক অনুরাগী এই ছবির জন্য শুভেচ্ছা জানিয়ে কঙ্গনাকে কাঞ্জিভরম শাড়ি পাঠিয়েছেন। সমাজমাধ্যমে এই নিয়ে অভিনেত্রী লিখেছেন, “আমি অসাধারণ একটি শাড়ি উপহার পেয়েছি ‘ইমার্জেন্সি’ তৈরি করার জন্য। অর্থহীন ওই স্মারকগুলোর থেকে এই উপহার অনেক সুন্দর।”

চলতি বছরের ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘ইমার্জেন্সি’। যদিও এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর সেপ্টেম্বরে। কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে কাঠখড় পোড়াতে হয়েছিল অভিনেত্রীকে। এই ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন মিলিন্দ সোমান, অনুপম খের, শ্রেয়শ তলপাড়ে, মহিমা চৌধুরী প্রমুখ।

Advertisement
আরও পড়ুন