Kangana Ranaut On Narendra Modi

‘ওঁর চোখে জ্বলন্ত তলোয়ার’, মোদীর চোখের চাহনিতে মজে কঙ্গনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন বিভিন্ন সময়। এ বার মোদীর চাহনিতে কী দেখলেন কঙ্গনা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১৯:১৩
নরেন্দ্র মোদীর চোখেই মুগ্ধ কঙ্গনা।

নরেন্দ্র মোদীর চোখেই মুগ্ধ কঙ্গনা। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। তবু বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। নিজের রাজনৈতিক মতাদর্শের কারণে বার বার নানা বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাউত। গেরুয়া শিবিরের প্রতি নিজের আনুগত্য নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। শুধু গেরুয়া শিবির নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন বিভিন্ন সময়। এ বার মোদীর চাহনিতে কী দেখলেন অভিনেত্রী, যে মোহিত হয়ে রইলেন?

Advertisement

সম্প্রতি কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে মোদীর একটা ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন,‘‘আমরা সকলেই জানি মোদীজি আমাদের মধ্যে থেকেই উঠে আসা এক জন। কিন্তু ওঁর মধ্যে এমন কিছু আছে যে, অন্যদের থেকে আলাদা করে তাঁকে। ওঁর চোখের দিকে তাকিয়ে দেখুন। আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে। নিষ্ঠা রয়েছে। তরবারির মতো তীক্ষ্ণ সাহস রয়েছে।’’

গত বছর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে ‘নতুন ভারতের বিশ্বকর্মা’ আখ্যা দেন অভিনেত্রী। প্রধানমন্ত্রী বললে তিনি ভোটে পর্যন্ত দাঁড়াতে রাজি, নিজেই জানান কঙ্গনা। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিনে ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন তিনি। রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন অযোধ্যায় উপস্থিত থাকবেন বলেই জানিয়েছেন ‘কুইন’।

Advertisement
আরও পড়ুন