Kangana Ranaut

‘আমি শিখ ধর্ম অনুসরণ করেছি’, পঞ্জাবে ‘ইমার্জেন্সি’ বন্ধ! ক্ষোভে ফুঁসছেন কঙ্গনা

‘ইমার্জেন্সি’ ছবি নিয়ে বিশেষ পদক্ষেপ পঞ্জাবের প্রেক্ষাগৃহের মালিকদের। ছবির প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ঘটনা নিয়ে কঙ্গনার প্রতিক্রিয়া কী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:১০
Kangana Ranaut is upset as Punjab’s cinema halls are not screening Emergency

‘ইমার্জেন্সি’ নিয়ে ক্ষুব্ধ কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত।

বহু বাধা পেরিয়ে ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছে কঙ্গনা রনৌতের ছবি ‘ইমার্জেন্সি’। মুক্তির শুরু থেকেই ফের বিতর্কে এই ছবি। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির (এসজিপিসি) দাবি, এই ছবিতে বিকৃত করা হয়েছে ইতিহাসকে। ছবি মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ ছড়াবে বলে দাবি এই সংগঠনের। পঞ্জাবে এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকেও চিঠি পাঠিয়েছেন সংগঠনের সভাপতি। যদিও সরকারের পক্ষ থেকে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি ছবির উপর।

Advertisement

এমতাবস্থায় বিশেষ পদক্ষেপ করেছেন পঞ্জাবের প্রেক্ষাগৃহের মালিকেরা। তাঁরা এই ছবির প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন কঙ্গনা নিজেও। তাঁর মতে শিল্প ও শিল্পীকে হেনস্থা করা হচ্ছে। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “একে বলে শিল্প ও শিল্পের হেনস্থা। পঞ্জাবের বেশ কিছু শহরে ‘ইমার্জেন্সি’র প্রদর্শন হতে দেওয়া হচ্ছে না। সব ধর্মের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। চণ্ডীগড়ে আমি বড় হয়েছি এবং পড়াশোনা করেছি। তাই শিখ ধর্মকে খুব কাছ থেকে দেখেছি এবং অনুসরণ করেছি। ছবি ও আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য মিথ্যে গুজব রটানো হচ্ছে।”

মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লেখা চিঠিতে এসজিপিসি-র তরফে লেখা হয়েছে, “পঞ্জাবে ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে। যদিও, দুঃখজনক ভাবে আপনার (ভগবন্ত মান) সরকার কোনও পদক্ষেপ করেনি এই বিষয়ে। ১৭ জানুয়ারি এই ছবি মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হবে, যা খুবই স্বাভাবিক।”

Advertisement
আরও পড়ুন