Bollywood Gossip

দীর্ঘ তিন দশকের কর্মজীবন, ক্যামেরার সামনে কোন চরিত্রে অস্বস্তিবোধ করেন কাজল?

ওটিটি প্ল্যাটফর্মের জগতে পা রেখেছেন কাজল। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরিজ় ২’, যার একটি গল্পে অভিনয় করেছেন অভিনেত্রী। আগামী ১৪ জুলাই মুক্তি পেতে চলেছে তাঁর ওয়েব সিরিজ় ‘দ্য ট্রায়াল’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১৫:৪৬
Kajol

কাজল। ছবি: সংগৃহীত।

বড় পর্দা ছেড়ে এ বার ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়ায় পা রেখেছেন বলিউড অভিনেত্রী কাজল। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরিজ় ২’। চারটি ছোট ছোট গল্পের সমন্বয়ে তৈরি অ্যান্থোলজির চতুর্থ গল্পে অভিনয় করেছিলেন কাজল। ‘লাস্ট স্টোরিজ় ২’ তেমন ভাবে দর্শকের মধ্যে সাড়া জাগাতে না পারলেও তাঁর অভিনয় নজর কেড়েছে অনুরাগীদের। এ বার কাজলের নিজের ওয়েব সিরিজ়ের পালা। চলতি মাসে মুক্তি পেতে চলেছে ‘দ্য ট্রায়াল’। ছবিতে এক আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। গত মাসেই মুক্তি পেয়েছে সিরিজ়ের ট্রেলার। সেই ট্রেলার থেকেই স্পষ্ট, বেশ দৃঢ়চেতা এক মহিলার চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।

আমেরিকান সিরিজ় ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য ট্রায়াল’। গত জুন মাসে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ট্রায়াল’ সিরিজ়ের ট্রেলারে দেখা যায়, আইনজীবী নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন কাজল। সিরিজ়ে দম্পতির ভূমিকায় জুটি বেঁধে অভিনয় করেছেন কাজল ও বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত। সেই দাম্পত্য জীবনেই হঠাৎ ঝড় ওঠে। স্বামীর কুকীর্তি ফাঁস হয়ে যায় স্ত্রীর সামনে। যিশুর অপরাধের জেরে বিপর্যস্ত কাজলের সংসার, আতঙ্কে জীবন কাটাচ্ছে তাঁদের সন্তানরাও। তাদের সামলাবেন কে? এই অবস্থায় সংসারের হাল ধরলেন কাজল নিজে। পরনে উকিলের পোশাক। পেশাগত দায়বদ্ধতা থেকে ন্যায়ের রাস্তায় কত দূর এগোতে পারবেন তিনি? এমন এক গল্পের আধারের বাঁধা ‘দ্য ট্রায়াল’-এর চিত্রনাট্য।

Advertisement

আগামী ১৪ জুলাই ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘দ্য ট্রায়াল’। সম্প্রতি সিরিজ় নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, ‘‘আমার এত দিনের কেরিয়ারে আমি কোনও দিন ক্যামেরার সামনে দাঁড়াতে লজ্জা পাইনি। মানসিক ভাবে সবল, দৃঢ়চেতা চরিত্রে অভিনয় করতেই আমার সুবিধা হয়। বরং দুর্বল চরিত্র ফুটিয়ে তুলতেই আমি কিছুটা অস্বস্তি বোধ করি।’’ কাজলের কথায়, ‘‘নয়নিকা মানসিক ভাবে ভীষণ শক্ত। তবে পরিস্থিতির পাকে পড়ে কিছুটা ধাক্কা খায় সে। তবে সেই অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে নয়নিকা। সেই কারণেই এই চরিত্রটা আমার এত প্রিয়।’’সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ় ২’-এর চতুর্থ গল্পে দেব্যানীর চরিত্রে অভিনয় করেছেন কাজল। বৈবাহিক ধর্ষণের শিকার সে, তার পরেও তার চরিত্রায়ণের মধ্যে ঋজুতার খামতি হয়নি। আগামী দিনেও এমন শক্ত নারী চরিত্রে অভিনয় করতে চান কাজল।

Advertisement
আরও পড়ুন