Junaid Khan

বাবা-মায়ের ঝগড়া প্রথম দেখেন ১৯ বছর বয়সে! তবু কেন আমির-রিনার বিচ্ছেদের সমর্থক ছেলে?

শৈশবেই দেখেছিলেন বাবা-মা বিচ্ছেদের পথে হাঁটেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২০:০৮
Junaid Khan said that it’s good that Aamir Khan and Rina Dutta got separated

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে বললেন জুনেইদ। ছবি: সংগৃহীত।

বাবা-মা দু’জনেই ভাল মানুষ। কিন্তু দু’জন ভাল মানুষ একসঙ্গে ভাল থাকবেনই, এমন কোনও নিশ্চয়তা নেই। এমনই মনে করেন আমির-পুত্র জুনেইদ খান। শৈশবেই দেখেছিলেন বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা। ২০০২ সালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির খান ও রিনা দত্ত। সেই সময়ে জুনেইদের বয়স মাত্র আট।

Advertisement

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে জুনেইদ বলেছেন, “ভাল হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তখন বোধহয় আমার বয়স মাত্র আট। কিন্তু ওঁরা বুঝতেই দেননি যে ওঁরা আলাদা। ১৯ বছর বয়স পর্যন্ত ওঁদের আমি ঝগড়া করতে দেখিনি। আমার ১৯ বছর বয়সেই প্রথম ওঁদের ঝগড়া করতে দেখি। তার আগে ওঁদের কোনও বিষয় নিয়ে লড়তে দেখিনি। আমার ও ইরার (জুনেইদের বোন) বিষয়ে ওঁরা এক হয়ে আমাদের পাশে থেকেছেন।”

মতান্তর বা ঝগড়াঝাটি না হলেও বিচ্ছেদের সিদ্ধান্ত ঠিকই। মনে করেন জুনেইদ। তাঁর কথায়, “ওঁরা যা করেছেন, ঠিকই করেছেন। যথেষ্ট পরিণতবোধ ছিল ওঁদের। দু’টি ভাল মানুষ একসঙ্গেও ভাল থাকবে, এমন নয়। ভাগ্যিস দু’জনের বিচ্ছেদ হয়েছিল। আমি অন্তত শৈশবে বাবা-মা দু’জনকেই আমি সুখী দেখেছি, এটাই বড় কথা।”

বিচ্ছেদ হলেও বাবা-মায়ের মধ্যে যোগাযোগ থেকেছে সব সময়। প্রায়ই পরিবারের সকলে একত্রিত হন বলেও জানান জুনেইদ। তিনি বলেন, “আমরা প্রায়ই দেখা করি। আমরা প্রত্যেকেই খুব কাছাকাছি থাকি। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় আমরা একসঙ্গে চা পান করি।” ২০২৪-এ বলিউডে পা রেখেছেন জুনেইদ। ‘মহারাজ’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

Advertisement
আরও পড়ুন