Jaya Bachchan

Jaya Bachchan: কর্ণের ছবির শ্যুটিংয়ের মাঝেই শাবানার পরে করোনায় আক্রান্ত জয়া

রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করছেন জয়া এবং শাবানা। সদ্য তিনিও একই রোগে আক্রান্ত হয়েছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৩
জয়া বচ্চনও কোভিডে আক্রান্ত

জয়া বচ্চনও কোভিডে আক্রান্ত

কোভিডে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) এক আধিকারিক জানিয়েছেন, গত পাঁচ দিন ধরে করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চনের স্ত্রী। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শ্যুটিং থমকে গিয়েছিল জয়া কোভিড পজিটিভ হওয়ার পরে। কিন্তু রাজ্যসভার সাংসদ জয়াকে ছাড়াই আবার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। সেটে সমস্ত কোভিডবিধিই মেনে চলা হচ্ছে।

Advertisement

এই ছবিতে আলিয়া ভট্ট এবং রণবীর কপূর ছাড়াও জয়া বচ্চন এবং ধর্মেন্দ্র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তা ছাড়াও রয়েছেন শাবান আজমি। সদ্য তিনিও একই রোগে আক্রান্ত হয়েছেন। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। কোভিডে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন জাভেদ আখতারের স্ত্রী।

Advertisement
আরও পড়ুন