Jawan in Kashmir

‘পাঠান’-এর পরে ‘জওয়ান’-এর পালা, আট মাস পরে কাশ্মীরকে চাঙ্গা করছে ‘জ়িন্দা বান্দা’

বুধে তুঙ্গে তোড়জোড়। বৃহস্পতিবার ‘জওয়ান’ আসছে যে! গোটা দেশের পাশাপাশি শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির মুক্তি ঘিরে উত্তেজিত জম্মু ও কাশ্মীরের মানুষ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শ্রীনগর শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৭
SRK in Jawan.

‘জওয়ান’-এর ‘জ়িন্দা বান্দা’ ছবিতে শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

সিনেমাপাগল দেশ ভারত। এই দেশে বিনোদনের মাধ্যমের আঙিনায় হিসাবে সিনেমার জুড়ি মেলা ভার। রুপোলি পর্দার নায়কদের আকাশছোঁয়া জনপ্রিয়তায় ঢাকা পড়ে যায় অন্যান্য পেশার কৃতীদের নামডাক। দেশের এমনই এক তারকা শাহরুখ খান। বলিউডের বাদশা তিনি। এ বার প্যান ইন্ডিয়ান ছবিতে পা রাখতে চলেছেন। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। দেশে তো বটেই, বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত এই ছবি। শুধু হিন্দি ভাষাতেই নয়, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ভাষাতেও একসঙ্গে মুক্তি পাচ্ছে এই ছবি। মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরে অগ্রিম বুকিংয়ের সময় থেকেই সাড়া ফেলেছে ‘জওয়ান’। পাশাপাশি, কাশ্মীরেও নজর কাড়ল ‘জওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং। খবর, প্রথম সপ্তাহান্তে প্রায় কানায় কানায় পূর্ণ একাধিক প্রেক্ষাগৃহ। বৃহস্পতিবার, শনিবার ও রবিবারের প্রায় সব টিকিট নাকি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

Advertisement

উপত্যকার এক শিক্ষক বিজয় ধর বলেন, ‘‘দিন দুয়েক আগে থেকে এখানে অগ্রিম বুকিং চালু হয়েছে। বৃহস্পতিবার, শনিবার ও রবিবারের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শুক্রবার প্রার্থনার কারণে আমরা মাত্র দু’টো শো রেখেছি।’’ বিজয়ের কথায়, ‘‘বছরের শুরুতে ‘পাঠান’ দারুণ ব্যবসা করেছিল। আশা করছি যে, শাহরুখ খানের ‘জওয়ান’-ও সেই ধারাই বজায় রাখবে।’’ শুধু ‘পাঠান’-ই নয়, কাশ্মীরে ভাল ব্যবসা করেছে ‘ওপেনহাইমার’-এর মতো হলিউড ছবিও। বিজয়ের মতে, ‘‘আমরা ভাবিনি, ক্রিস্টোফার নোলানের ছবি এখানে এত ভাল সাড়া পাবে। এটা আমাদের কাছে একটা বড় চমক।’’

প্রসঙ্গত, ‘আইনক্স সিনেমা’ কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্স। ২০২২ সালে উদ্বোধন হওয়া এই প্রেক্ষাগৃহে রয়েছে ৩টি স্ক্রিন ও মোট ৫২০টি আসন। প্রেক্ষাগৃহ উদ্বোধন হওয়ার পর প্রথম দিনে প্রদর্শিত হয়েছিল আমির খানের ‘লাল সিংহ চড্ডা’। তিন দশক আগেও উপত্যকায় কোনও সিনেমা হল ছিল না। তবে আস্তে আস্তে সেই সংস্কৃতির দিকে ঝুঁকেছে কাশ্মীর। শুধু তাই-ই নয়, সিনেমাপ্রেমও বেড়েছে কাশ্মীরি দর্শকের মধ্যে। ‘পাঠান’, ‘ওপেনহাইমার’, ‘জওয়ান’-এর মতো ছবির সাফল্যই তার প্রমাণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement