Jawan Box Office Update

শাহরুখ বনাম শাহরুখ: প্রথম তিন দিনের যুদ্ধে ‘পাঠান’কে তুড়ি মেরে উড়িয়ে দিল ‘জওয়ান’

দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় আত্মপ্রকাশ ‘জওয়ান’-এর। মুক্তির দিনেই ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। সপ্তাহান্তে ‘পাঠান’কে কত গোলে টেক্কা দিল ‘জওয়ান’?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৩
Shah Rukh Khan in  Pathaan and Jawan.

(বাঁ দিকে) ‘পাঠান’-এ শাহরুখ খান। ‘জওয়ান’-এ শাহরুখ খান (ডান দিকে)। গ্রাফিক: সনৎ সিংহ।

ইংরেজি ভাষার চেনা প্রবাদ, ‘মর্নিং শোজ় দ্য ডে’। ওই প্রবাদের বাংলা তর্জমা করলে দাঁড়ায়— সকাল দেখেই বোঝা যায়, সারা দিনটা কেমন কাটবে। শাহরুখের ক্ষেত্রে এই প্রবাদ যেন অক্ষরে অক্ষরে সত্যি। যদিও, বলিউডের বাদশার ক্ষেত্রে বছরের শুরুতেই বোঝা গিয়েছিল তাঁর গোটা বছরটা কেমন কাটতে চলেছে। বছর শুরু করেছিলেন ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবি। তার প্রায় আট মাস পরে প্রেক্ষাগৃহে রাজকীয় ভাবে ফিরেছেন শাহরুখ। সৌজন্যে, শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই ছবি মুক্তির দিনেই বক্স অফিসে নজির গড়েছে। প্রথম দিনেই প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘জওয়ান’। সপ্তাহান্তে ‘জওয়ান’-এর ঝুলিতে এল কত টাকা?

Advertisement

চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। মুক্তির তিন দিনের মাথায় দেশের বক্স অফিসে ১৬৬ কোটি টাকার বেশি রোজগার করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে অ্যাটলি ও শাহরুখের এই ছবি। তিন দিনের মাথায় শুধু মাত্র দেশেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে মোট ২০২ কোটি টাকা, যা ‘পাঠান’-এর থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি। চলতি বছরে বক্স অফিসে অনন্য নজির গড়েছিল ‘পাঠান’। নিজের গড়া সেই নজির এ বার নিজেই ভাঙছেন শাহরুখ। বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা, মোট উপার্জনের নিরিখে ‘পাঠান’কে অনায়াসে ছাড়িয়ে যাবে ‘জওয়ান’।

‘পাঠান’-এর মতো বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’-ও। ভারতের পাশাপাশি বিদেশেও ছবির ব্যবসার পরিসংখ্যান বেশ আশাপ্রদ। তৃতীয় দিনে দাঁড়িয়ে ‘পাঠান’-এর ঝুলিতে ছিল প্রায় ৩১৩ কোটি টাকা। ‘পাঠান’-এর সেই নজিরও ভেঙে ফেলেছে ‘জওয়ান’। তিন দিনে ‘জওয়ান’-এর মোট উপার্জন প্রায় ৩৫০ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement