Janhvi Kapoor

Janhvi: গোটা কপূর পরিবার একসঙ্গে একই ছবিতে! ‘নেপটিজম’ নামের স্বপ্ন জাহ্নবীর?

পরিবারের সবাই এত ব্যস্ত যে, একই ছবিতে কাজ না করলে তাঁদের একসঙ্গে পাওয়ার কোনও উপায় নেই, আক্ষেপ জাহ্নবীর।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ২০:৩৭
সবাইকে কাছে পেতে এ ছাড়া উপায় কী জাহ্নবীর!

সবাইকে কাছে পেতে এ ছাড়া উপায় কী জাহ্নবীর!

‘গুড লাক জেরি’ শেষ হতে না হতেই হাতে আবার একগুচ্ছ কাজ। পরিবারের সঙ্গে যে একটু সময় কাটাবেন, তার অবকাশ পাচ্ছেন না জাহ্নবী কপূর। শুধু কি তিনি, পরিবারের সবাই ব্যস্ত। বাবা বনি কপূর পরিচালক, সৎভাই অর্জুন ব্যস্ত অভিনেতা, ছোট বোন খুশি তাঁর প্রথম ছবিতে কাজ করছেন। এই পরিস্থিতিতে দুঃখ করতে গিয়েও মজা করে ফেললেন শ্রীদেবী-কন্যা। হাসতে হাসতে বললেন, ‘‘যদি না গোটা কপূর পরিবারকে নিয়ে একটা ছবি হয়, তা হলে একসঙ্গে পাওয়া যাবে না কাউকে। ভাবছি সেটার নাম দেব ‘নেপটিজম’।’’

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, গত কয়েক মাসে নিয়মিত তাঁর বাবার সঙ্গে দেখা হয়েছে। কারণ, বনির ছবি ‘মিলি’-তে কাজ করছিলেন। বনি প্রযোজিত সেই থ্রিলারধর্মী ছবিতে জাহ্নবী এক মহিলার চরিত্রে অভিনয় করেছেন, যে একটি ফ্রিজারে আটকে পড়ে বাঁচার লড়াই চালিয়েছে৷ অর্জুনের সঙ্গেও তাঁর কাজ করার কোনও সুযোগ আছে কি না জিজ্ঞেস করা হলে, জাহ্নবীর জবাব, ‘‘আমি তাই আশা করি। আমি সত্যিই তাই আশা করি। ব্যাপারটা হল আমরা সবাই অনেক বেশি কাজ করছি... ঈশ্বর যেন সেটাই করেন, কিন্তু সবাইকে কাছে পাওয়ার উপায় সেই কাজই। একসঙ্গে কাজ করলে তবেই একসঙ্গে থাকতে পারব।’’

Advertisement

জাহ্নবী অভিনীত ‘গুড লাক জেরি’ মুক্তি পাবে আগামী ২৯ জুলাই। এটি নয়নতারা এবং যোগী বাবু অভিনীত ২০১৮ সালের তামিল ছবি ‘কোলামাভু কোকিলা’র রিমেক।

Advertisement
আরও পড়ুন