Sukesh Chandrasekhar

Jacqueline-Sukesh: প্রিয়জনের গায়েও এ ভাবেই কাদা ছেটান? পাল্টা প্রশ্ন জ্যাকলিনের

জ্যাকলিনের অনুরোধ, ‘ব্যক্তিগত আর সামাজিক জীবনের মধ্যে পার্থক্য বজায় রাখুন’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ২২:৩৬
জ্যাকলিন ফার্নান্ডেজ।

জ্যাকলিন ফার্নান্ডেজ। —ফাইল চিত্র।

শীত-শনিবারে পারদ চড়িয়ে দিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ-সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ ছবি। ২০০ কোটির প্রতারণায় অভিযুক্তের গলা জড়িয়ে নায়িকা। তাঁকে আদরে ভরিয়ে দিচ্ছেন সুকেশ। আদরের দাগ জ্যাকলিনের গলায় জ্বলজ্বল করছে! দেখা মাত্র তুমুল হইচই। কদর্য ইঙ্গিত। হাটখোলা নায়িকার ব্যক্তিগত জীবন। আর তার পরেই টুইটে সংবাদমাধ্যমের কাছে জ্যাকলিনের জোড়হাত প্রশ্ন, ‘আপনারা কি আপনাদের প্রিয় জনের গায়ে এ ভাবেই কাদা ছেটান?’

জ্যাকলিন-সুকেশের ঘনিষ্ঠতা নিয়ে অনেক দিন ধরেই সংবাদমাধ্যম সরগরম। বিভিন্ন পত্র-পত্রিকা, ওয়েবসাইটে প্রায় প্রতি দিন ছবি-সহ খবর। প্রতি দিন নায়িকাকে ঘিরে কটাক্ষের বন্যা।

Advertisement

জ্যাকলিন মুখ খোলেননি। তারই সুযোগ নিয়ে কি এ ভাবে ঘনিষ্ঠতম মুহূর্তপ্রশ্ন ফাঁস? টুইটারে এই প্রশ্নও তুলেছেন জ্যাকলিন। এক নারী লিখেছেন, ‘আমি জানি, আমার দেশ এবং দেশবাসী খুবই ভালবাসেন আমায়। প্রচণ্ড সম্মান করেন। সেই তালিকায় আমার সাংবাদিক বন্ধুরাও আছেন। যাঁদের থেকে আমি অনেক কিছু শিখেছি।’ জ্যাকলিন স্বীকারও করেছেন, আপাতত তিনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর আশা, এই কঠিন সময়ও তিনি পেরিয়ে যাবেন অনুরাগী এবং বন্ধুদের ভালবাসার জোরে। সেই বিশ্বাস থেকেই তাই সাংবাদিক বন্ধুদের কাছে তাঁর আন্তরিক অনুরোধ- ‘খবর করতে গিয়ে দয়া করে এমনও ছবি ছাপবেন না যা আমার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নষ্ট করবে! ব্যক্তিগত আর সামাজিক জীবনের মধ্যে পার্থক্য বজায় রাখুন।’

জ্যাকলিনের মতে, এটুকু তিনি আশা করতেই পারেন তাঁর এত দিনের পুরনো সাংবাদিক বন্ধুদের থেকে।

Advertisement
আরও পড়ুন